ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
Sharenews24

স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

২০২৫ অক্টোবর ০৬ ০৮:৫৪:৩৬
স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক : ঢাকাবাসীর জন্য সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৬ অক্টোবর) দুপুরের মধ্যেই রাজধানীতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে।

সকালে (৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার) পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।

অন্যদিকে, সারাদেশের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহে কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে