ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
Sharenews24

ট্রাফিক ফাইন দেখিয়ে ওটিপি নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খালি

২০২৫ অক্টোবর ০৬ ০৮:৩১:০৩
ট্রাফিক ফাইন দেখিয়ে ওটিপি নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খালি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ট্রাফিক জরিমানার নামে ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ওটিপি (OTP) ও সন্দেহজনক লিংক পাঠিয়ে নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরি করার চেষ্টা করছে একটি প্রতারক চক্র।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে অনেক নাগরিক এ ধরনের বার্তা পেয়েছেন, যেখানে একটি লিংকে ক্লিক করতে বা ওটিপি কোড দিতে বলা হচ্ছে। এসব তথ্য ব্যবহার করে প্রতারকরা ভুক্তভোগীর ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।

এ বিষয়ে নগরবাসীকে সতর্ক করে ডিএমপি জানিয়েছে— কারও সঙ্গে ওটিপি কোড শেয়ার করবেন না, অচেনা বা সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন

কোনো নাগরিক যদি এ ধরনের সন্দেহজনক বার্তা পান, তাহলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পুলিশ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে