ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মাহিন সরকারের বহিষ্কার বাতিলের পেছনের কারণ

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১২:০২:১৯
মাহিন সরকারের বহিষ্কার বাতিলের পেছনের কারণ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দলের যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মাহিন সরকারকে তার পদে বহাল রাখা হয়েছে।

এর আগে, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাহিন সরকারকে স্বপদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে এবার সংশ্লিষ্ট নেতৃত্বের সিদ্ধান্তে তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি পুনরায় দায়িত্বে থাকবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে