ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জোর করে চুল কেটে দেওয়া বৃদ্ধের পরিচয় মিলেছে

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১১:৩৫:৫৩
জোর করে চুল কেটে দেওয়া বৃদ্ধের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারে প্রকাশ্যে এক বৃদ্ধ ফকিরের দীর্ঘ ৩০ বছরের চুল ও দাড়ি জোরপূর্বক কেটে দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টুপি ও পাঞ্জাবি পরা কয়েকজন ব্যক্তি জনসমক্ষে ওই বৃদ্ধের মাথার জটা, দাড়ি ও চুল কেটে ফেলছেন। শত শত লোক উপস্থিত থাকলেও কেউ প্রতিবাদ করেনি।

ভুক্তভোগীর নাম হালিম উদ্দিন আকন্দ (৭০), তিনি কোদালিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে পরিচিত “হালিম ফকির” নামে।তিনি কোনো মানসিক সমস্যায় ভোগেন না; বরং তিনি দীর্ঘদিন ধরে বাউল ও সুফি ধারার ভক্ত হিসেবে জীবনযাপন করছেন। তার বিশ্বাস মতে, তিনি হযরত শাহজালাল (র.) ও শাহ পরান (র.)-এর অনুগামী, এবং সেই থেকেই তার মাথায় চুলের জট ছিল প্রায় ৩০ বছর ধরে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়:তিনজন ব্যক্তি মিলে জোর করে বৃদ্ধের মাথা ও দাড়ি কাটছেন

তিনি প্রতিরোধের চেষ্টা করছেন, দৌড়ে পালাতে চাচ্ছেন

ব্যর্থ হয়ে একপর্যায়ে অসহায়ভাবে বলেন, “আল্লাহ, তুই দেহিস”

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন:“ওই লোকজন ভাবছে আমি পাগল। আমি তো পাগল না, ফকির। কবিরাজি করি। ৮–১০ জনে মিলে আমাকে ধরে ফেলে, টেনে দোকানের বাইরে নিয়ে যায়, তারপর মাথার জটা চুল ও দাড়ি মেশিন দিয়ে কেটে দেয়। তখন আমি বেহুঁশ হয়ে যাই।”

তিনি জানান, এরপর থেকে তার শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে। তিনি বলেন:“এই ঘটনার পর আমি ঝাড়ফুঁক করতে পারি না, মানুষ দেখে ভয় পায়, আমি নিজেও এখন লজ্জায় বাজারে যেতে পারি না।”

ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম বলেন:“হালিম ভাই তরিকায়ে নক্সাবন্দিয়া ধারার অনুসারী। তার প্রতি এই আচরণ শুধু অমানবিক নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আঘাত। আমরা নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা চাই।”

তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান:“ভিডিওটি আমাদের নজরে এসেছে। পরিবার চাইলে মামলা গ্রহণ করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসাইন বলেন:“ওই ব্যক্তির ব্যাপারে থানাকে বলা হয়েছে খোঁজ নিতে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করতে।”

ময়মনসিংহ জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী শাজাহান কবির বলেন:“এটি একটি গুরুতর অপরাধ। এটি কেবল এক ব্যক্তির ওপর হামলা নয়—সংস্কৃতির ওপর বর্বরতা। যারা করেছে, তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও দণ্ডবিধির আওতায় ব্যবস্থা নেওয়া উচিত।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, “একটি হিউম্যানিটি সংস্থা”র কিছু সদস্যই এই ঘটনা ঘটিয়েছে। তবে এই সংস্থার নাম বা পরিচয় স্পষ্টভাবে জানা যায়নি।এখন পর্যন্ত কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে