ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন শামারুহ

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১১:০৫:০৭
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন শামারুহ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা একটি আবেগঘন ফেসবুক পোস্টে রাজনীতিতে সহিংসতার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন এবং দলের নেতাকর্মীদের প্রতি দায়িত্বশীল, উদার ও গণতান্ত্রিক রাজনীতির আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শামারুহ তার বাবার (মির্জা ফখরুলের) কারাজীবনের স্মৃতি তুলে ধরেন। তিনি লেখেন:“আমি যখন আমার বাবার সাথে জেলখানায় দেখা করতে যেতাম, নিজের কষ্টের কথা কিছু বলতো না। শুধু বলতো ছেলেগুলোর কথা, কারো নখ তুলে নিয়েছে, কারো শরীর জুড়ে মারের দাগ… কেঁদে ফেলতো আব্বু। আব্বু নিজেকে খুব অপরাধী ভাবতো, বলতো এই ছেলেগুলো জীবন শেষ করে আন্দোলন করল, বিয়ে করেনি, অনেকে পড়াশুনা ঠিক করে করেনি।”

তিনি আরও জানান, মির্জা ফখরুল জেলে থাকা নেতাকর্মীদের জন্য অর্থসাহায্য করতেন যেন তারা ভালোভাবে খেতে পারে। এই অংশে ফুটে ওঠে দলের প্রতি তাঁর আত্মত্যাগ ও মানবিকতা।

পোস্টে শামারুহ দলের কর্মীদের প্রতি সরাসরি আহ্বান জানান:“কে কি করল, কে কি বলল না ভেবে ক্যারিয়ার গড়ো, আসল জাতীয়তাবাদী রাজনীতি করো, কারো ক্যাডার হতে যেয়ো না। এই ভাই ওই ভাইয়ের পেছনে না ঘুরে আত্মবিশ্বাসের সঙ্গে জাতীয়তাবাদী রাজনীতি আর লিবারেল ডেমোক্রেসির চর্চা করো, মানুষের সেবা করো। না, কাউকে মাইর দেওয়া তোমার কাজ না। ইউ হ্যাভ ডান ইট এনাফ। গণঅভ্যুত্থানের সরকার নিজেকে সামলাক।”

এই বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন—রাজনীতি মানেই সংঘাত নয়, বরং এটি হতে হবে ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও কৌশলের সমন্বয়ে গঠিত একটি ইতিবাচক পথ।

শামারুহ বলেন,“আজকে কিছু কথা বলি ভাই ও বোনেরা, তোমরা যারা গত পনেরো বছরেরও বেশি সময় ধরে আওয়ামীদের বিরুদ্ধে সংগ্রাম করেছো, মাঠে খেতে বিলে লুকিয়ে থেকেছো, জেলে গেছো, মার খেয়েছো—এখন আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা নিয়ে ভাব। এখন নিজের জীবন, নিজের দেশ গড়ার সময়।”

তিনি জাতীয়তাবাদী রাজনীতিকে মুক্তচিন্তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সংযুক্ত করতে বলেন। এ ছাড়া তিনি “ঈমান ও স্ট্রাটেজিকে” জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় হিসেবে তুলে ধরেন।

“লাইফে সবচেয়ে জরুরি হলো ঈমান আর স্ট্রাটেজি। তুমি যখন আত্মবিশ্বাসী হবে, রাজনীতিও সোজা হবে। তাতেই দলের সবচেয়ে উপকার হবে! The choice is yours!”

শামারুহ মির্জা রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত না হলেও তিনি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ও মানবিক বার্তা দিয়ে থাকেন। এই পোস্টটি এমন এক সময়ে এসেছে, যখন দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত এবং বিএনপির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন বা হয়রানির শিকার হচ্ছেন বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে