ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

দুশ্চিন্তার বাজারে ভরসার হাত বাড়াল ৬ কোম্পানি

২০২৫ সেপ্টেম্বর ২৫ ১৯:৩৬:১১
দুশ্চিন্তার বাজারে ভরসার হাত বাড়াল ৬ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের শেয়ারবাজারে ওঠানামার নানামুখী চাপ থাকলেও শেষ পর্যন্ত সূচক ইতিবাচকভাবেই দিন শেষ করেছে। সকালে ডিএসইতে সূচকের শক্তিশালী উত্থানে লেনদেন শুরু হয়। মধ্যাহ্নে প্রধান সূচক এক সময় ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪৫৫ পয়েন্টে। তবে বিকেলের দিকে সূচকে ধীরে ধীরে চাপ নেমে এলে বিনিয়োগকারীদের মনে উদ্বেগ বাড়তে থাকে। শেষ পর্যন্ত সেই দুশ্চিন্তাকে প্রশমিত করে সূচকের ভারসাম্য ফেরাতে এগিয়ে আসে ছয় কোম্পানি।

ডিএসইর তথ্য অনুযায়ী, বেক্সিমকো ফার্মা, ইউসিবি, আইএফআইসি ব্যাংক, লাফার্জহোলসিম, ব্র্যাক ব্যাংক এবং সোস্যাল ইসলামী ব্যাংক সূচক ধরে রাখার মূল নেতৃত্ব দিয়েছে। এই ৬ কোম্পানি একত্রে সূচকে যোগ করেছে ১৪ পয়েন্টের বেশি। ফলে দিন শেষে প্রধান সূচক বেড়ে ২২.৪৮ পয়েন্টে স্থির হয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৫.১৩ পয়েন্টে।

এদিন সূচকে সর্বোচ্চ অবদান রেখেছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটি একাই ৫ পয়েন্ট যোগ করেছে। শেয়ারের দাম ৪ টাকা ৩০ পয়সা বা ৩.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২১ টাকা ৯০ পয়সায়। দাম ওঠানামা করেছে ১১৮ টাকা থেকে ১২৩ টাকা ৪০ পয়সার মধ্যে। দিন শেষে কোম্পানিটির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৫০ লাখ ১৭ হাজার টাকা।

দ্বিতীয় অবস্থানে ছিল ইউসিবি। ব্যাংকটি সূচকে যোগ করেছে ২ পয়েন্ট। শেয়ার দর ৪০ পয়সা বা ৩.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ৭০ পয়সায়। এর দর ওঠানামা করেছে ১০ টাকা ৪০ পয়সা থেকে ১১ টাকার মধ্যে। দিন শেষে ব্যাংকটির লেনদেন হয়েছে ৫ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার টাকার।

তৃতীয় অবদান রেখেছে আইএফআইসি ব্যাংক। এটি সূচকে প্রায় ২ পয়েন্ট যোগ করেছে। শেয়ার দর বেড়েছে ৪০ পয়সা বা ৮.১৬ শতাংশ, যা দাঁড়িয়েছে ৫ টাকা ৩০ পয়সায়। দিনের মধ্যে শেয়ারটির দর উঠানামা করেছে ৪ টাকা ৫০ পয়সা থেকে ৫ টাকা ৩০ পয়সায়। দিন শেষে ব্যাংকটির মোট লেনদেন হয়েছে ২ কোটি ৩ লাখ ৬৫ হাজার টাকার।

অন্যদিকে, লাফার্জহোলসিম সূচকে প্রায় ২ পয়েন্ট, ব্র্যাক ব্যাংক ১ পয়েন্টের বেশি এবং সোস্যাল ইসলামী ব্যাংক ১ পয়েন্ট যোগ করেছে। এই সম্মিলিত অবদান বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব ফিরিয়ে এনেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে