ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ব্যাংকের নেতিবাচক ধাক্কায় ডিএসই সূচকে নেই ১০৩ পয়েন্ট

২০২৫ সেপ্টেম্বর ২৩ ২১:০১:২৩
ব্যাংকের নেতিবাচক ধাক্কায় ডিএসই সূচকে নেই ১০৩ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সাম্প্রতিক সময়ে সূচকের ধারাবাহিক পতন লক্ষ্য করা যাচ্ছে। চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে সূচক প্রায় ১১৩ পয়েন্ট কমেছে। আজ সূচক বেড়েছে মাত্র ১০ পয়েন্ট, যার ফলে তিন দিন আগের তুলনায় সূচক এখনও ১০৩ পয়েন্ট কম অবস্থায় রয়েছে। তিনদিনের বাজার বিশ্লেষণ বলছে, পতনের নেতৃত্ব দিচ্ছে ব্যাংক খাত।

সপ্তাহের প্রথম দিনে ডিএসইএক্স সূচক ৬৮.০৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৩৮১.৮৪ পয়েন্টে। এই পতনের পেছনে প্রভাবশালী ছিল ১০টি কোম্পানি—ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, খান ব্রাদার্স পিপি, ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, লাফার্জহোলসিম, সিটি ব্যাংক, বিকন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, রবি আজিয়াটা, ওয়ালটন হাইটেক ও বিএটিবিসি। এরা ডিএসইর সূচক থেকে ২৪ পয়েন্টের বেশি মাইনাস করেছে।

এদিন সবচেয়ে বেশি পয়েন্ট কমিয়েছে ইসলামী ব্যাংক—৭ পয়েন্ট। সিটি ব্যাংক প্রায় ২ পয়েন্ট কমিয়েছে। অর্থাৎ দুই ব্যাংকের সম্মিলিত প্রভাব প্রায় ৯ পয়েন্ট।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইএক্স সূচক ৪৪.৭০ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৩৩৭.১৪ পয়েন্টে। পতনে সর্বাধিক প্রভাব ফেলেছে ৬টি ব্যাংক—ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ইউসিবি, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও আইএফআইসি ব্যাংক। এদের কারণে সূচক প্রায় ১৪ পয়েন্ট কমেছে।

ব্যাংকগুলোর মধ্যে সর্বাধিক পতন হয়েছে ইসলামী ব্যাংকে—প্রায় ৬ পয়েন্ট। সিটি ব্যাংক ৪ পয়েন্ট এবং ইউসিবি ২ পয়েন্ট কমিয়েছে। বাকি তিন ব্যাংক—ইস্টার্ন, ব্র্যাক ও আইএফআইসি—প্রায় ২, ২ ও ১ পয়েন্ট মাইনাস করেছে।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার সূচক পতনের নেতৃত্বে ছিল—স্কয়ার ফার্মা, পুবালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণ ফোন ও এবি ব্যাংক। এদিন এই কোম্পানি সূচক থেকে ১২ পয়েন্ট মাইনাস করেছে, যার মধ্যে ৮টি ব্যাংক প্রায় ৯ পয়েন্ট কমিয়েছে।

আজ সর্বাধিক পয়েন্ট কমিয়েছে স্কয়ার ফার্মা—২ পয়েন্ট। পুবালী ব্যাংক প্রায় ২ পয়েন্ট মাইনাস করেছে, আইএফআইসি ব্যাংক ১ পয়েন্টের বেশি কমেছে। অন্যান্য কোম্পানি প্রায় ১ পয়েন্ট করে সূচক থেকে মাইনাস করেছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে