ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নগদ ব্যবহার করে সেরা ক্যাশব্যাক অফার

২০২৫ সেপ্টেম্বর ২২ ১৯:৫৩:৫৫
নগদ ব্যবহার করে সেরা ক্যাশব্যাক অফার

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে নির্ধারিত ১২০০টিরও বেশি লাইফস্টাইল ব্র্যান্ড ও রেস্টুরেন্ট আউটলেটে নগদ গ্রাহকদের জন্য রয়েছে সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। দুর্গাপূজা চলাকালীন এই বিশেষ সুবিধা নগদ ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন।

সারাদেশের জনপ্রিয় ১৬টি লাইফস্টাইল ব্র্যান্ডের ৫৫০টিরও বেশি আউটলেটে নগদ দিয়ে সর্বনিম্ন ২০০০ টাকা পেমেন্ট করলে গ্রাহকরা সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন।

লাইফস্টাইল ক্যাটাগরিতে রিচ ম্যান, লুবনান, ইনফিনিটি, অঞ্জন্স, বিশ্বরঙ, টুয়েলভ, আর্টিসান, জেন্টেল পার্ক, গ্রামীণ চেক, সারা লাইফস্টাইল, বে এম্পোরিয়ামসহ বিভিন্ন ব্র্যান্ডে গ্রাহকরা প্রতি পেমেন্টে ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন, যা সর্বোচ্চ দুইবারে মোট ৩০০ টাকা পর্যন্ত হতে পারে।

এছাড়াও, দুর্গার আনন্দ আরও বাড়াতে নির্দিষ্ট মিষ্টি ও খাবারের দোকানে নগদ পেমেন্টে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। ননী, বাংলার মিষ্টি, টেস্টি ট্রিট, বনফুল, নর্থ এন্ড, চিলক্স, ক্যাফে ক্যাফ, ক্যাপ্টেন্স ওয়ার্ল্ড, চা টাইম, কাবুলিওয়ালা, কুপার্সসহ ৬৫০টিরও বেশি রেস্টুরেন্ট ও মিষ্টির আউটলেটে নগদ দিয়ে সর্বনিম্ন ৫০০ টাকা পেমেন্ট করলে প্রতি পেমেন্টে ৫০ টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে, যা দুইবারে মোট ১০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে।

এই অফার উপভোগ করতে নগদ ওয়ালেট অ্যাপ অথবা *১৬৭# ডায়ালের মাধ্যমে মার্চেন্ট পে অপশনে পেমেন্ট করতে হবে। দুটি ক্যাম্পেইন আগামী ৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে।

অনলাইন শপিংয়ে দারাজের গ্রাহকরাও নগদ ব্যবহার করে ৯৯৯ টাকা বা তার বেশি কেনাকাটায় ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন। তবে এই অফার নগদ অ্যাপ বা *১৬৭# ডায়ালের মাধ্যমে প্রযোজ্য নয়, শুধুমাত্র নগদ ই-কম (টোকেনাইজড) পেমেন্টের ক্ষেত্রে এটি পাওয়া যাবে। অনলাইন ক্যাশব্যাক অফারটি চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

নগদের ভারপ্রাপ্ত চিফ কমার্সিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভ‚ইয়া বলেন, “নগদ সবসময় মানুষের প্রয়োজন ও উৎসবের আনন্দ বিবেচনা করে ক্যাম্পেইন পরিচালনা করে। দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসবে নগদ গ্রাহকদের আনন্দ বৃদ্ধি করতে এই ক্যাশব্যাক অফার চালু করা হয়েছে। আমরা বিশ্বাস করি, নগদের এমন উদ্যোগ গ্রাহকদের জন্য উপকারী হবে এবং তারা নগদের সঙ্গে থাকবেন।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে