ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

১৫০ আসন পাবে বলে যা বললেন নাসীরুদ্দীন

২০২৫ সেপ্টেম্বর ২২ ১৮:৫৫:০৭
১৫০ আসন পাবে বলে যা বললেন নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলছেন আগামী সংসদ নির্বাচনে তার দল ১৫০টি আসন পাবে। সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশে তিনি এ দাবি করেন।

বৈঠকে তারা আলোচনা করেছিল দল নিবন্ধন, প্রতীক নিশ্চিতকরণ এবং প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে। নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য, “কমিশন আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।”

তিনি আরও জানান, “জুলাই পরবর্তী সময়ে একটি সুখবর আসবে।” তিনি পুনরায় বললেন, এনসিপি “শাপলা, সাদা শাপলা, লাল শাপলা” প্রতীকের জন্য আশা করছে এবং এই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে না। তিনি দাবি করেন, তিনটি প্রতীকের মধ্যে সবগুলোর মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া হওয়া উচিত — যদি নির্বাচন কমিশন তাদের দাবি নাকচ করে, তাহলে তারা মাঠেও প্রতিকার জানাবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ইনশাআল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে ১৫০ আসন থাকবে।” তিনি আরো বললেন, বিভিন্ন জেলার প্রার্থীদের মধ্যে থাকবেন ছিলেন সাবেক সেনা কর্মকর্তা, জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরা, কৃষক ও শ্রমিক। বর্তমানে দলের আলোচনা চলছে প্রার্থিতা নিশ্চিত করার বিষয়ে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে