ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সিটি ব্যাংকের পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার কেলেঙ্কারি ফাঁস

২০২৫ সেপ্টেম্বর ১৯ ২৩:৩৩:৫৬
সিটি ব্যাংকের পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার কেলেঙ্কারি ফাঁস

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংকের একজন পোর্টফোলিও ম্যানেজারের বিরুদ্ধে প্রতিষ্ঠানের শেয়ার আত্মসাৎ করে ব্যক্তিগত লাভবান হওয়ার অভিযোগ উঠেছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অস্বাভাবিক লেনদেন শনাক্ত করার পর চলতি বছরের জুনে একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্তে উঠে এসেছে, শুধু ওই পোর্টফোলিও ম্যানেজারই নন, বরং ব্যাংকের ট্রেজারি প্রধান ও তিনজন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরও অনিয়মিত লেনদেন থেকে সুবিধা নিয়েছেন। তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি, শীর্ষ কর্মকর্তারা এসব কার্যক্রম সম্পর্কে কিছুই জানতেন না। তারা শুধু বিনিয়োগের উদ্দেশ্যে পোর্টফোলিও ম্যানেজারের কাছে অর্থ জমা দিয়েছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিটি ব্যাংকের কর্পোরেট স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. সানোয়ার খান ব্যাংকের নিজস্ব বিও অ্যাকাউন্ট থেকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড-এর ১০ লাখ ইউনিট শেয়ার প্রতিটি ১৩ টাকা ৮০ পয়সা দরে কিনেছিলেন, যখন বাজারমূল্য ছিল ১৫ টাকা ৬০ পয়সা। পরে একই শেয়ার বাজারদরে বিক্রি করে তিনি প্রায় ১৮ লাখ টাকা মুনাফা করেন। এতে ব্যাংকটির আর্থিক ক্ষতি হয়। একই ধরনের কৌশল তিনি নিজের আরেকটি অ্যাকাউন্ট এবং স্ত্রীর বিও অ্যাকাউন্ট ব্যবহার করেও প্রয়োগ করেন।

তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সানোয়ার খান ও তার স্ত্রী এডিএন টেলিকম, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, বিডি পেইন্টস-এর শেয়ার লেনদেন করেও অবৈধভাবে মুনাফা করেছেন। এসব অনিয়ম প্রকাশের পর বিএসইসি গত ৩ জুন আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে। পরে ৯ জুলাই সিটি ব্যাংকের ট্রেজারি প্রধানকে চিঠি দিয়ে এসব লেনদেনের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ এবং ব্যাংকের অভ্যন্তরীণ বিনিয়োগ নীতি সম্পর্কে ব্যাখ্যা চাই।

বিএসইসির তদন্ত শেষে দেখা যায়, ব্যাংকের ট্রেজারি প্রধান ও অন্তত দুজন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরও এই অনিয়মিত লেনদেনে লাভবান হয়েছেন। এই পর্যবেক্ষণ জানিয়ে গত মাসে কমিশনের তদন্ত কমিটি ব্যাংক কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক মন্তব্য চায়।

এ বিষয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এসব লেনদেনের দায়ভার পুরোপুরি সানোয়ার খানের। তাদের দাবি, ট্রেজারি প্রধান ও ডেপুটি এমডিরা লেনদেনের বিষয়ে কিছু জানতেন না, বরং কেবল বিনিয়োগের জন্য অর্থ দিয়েছিলেন। তারা আরও জানান, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যেই নেওয়া হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে