ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

তারেক রহমানের এনআইডির আসল কাহিনি

২০২৫ সেপ্টেম্বর ১৯ ১৫:৩৭:১৫
তারেক রহমানের এনআইডির আসল কাহিনি

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডের ছবি ঘিরে আলোচনার ঝড় উঠেছে, যাতে দাবি করা হয়—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন। ছবিতে তাকে স্মার্ট এনআইডি কার্ডধারী হিসেবে উপস্থাপন করা হয়।

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি জাল এবং কার্ডটি সম্পূর্ণ বানোয়াট।

নাম ভুল:প্রচারিত কার্ডে ইংরেজিতে লেখা ‘Tareq Rahman’, অথচ তার অফিসিয়াল নাম ‘Tarique Rahman’।

জন্ম তারিখ ভুল:কার্ডে উল্লেখ—১৬ সেপ্টেম্বর ১৯৭৪। অথচ বিএনপির ওয়েবসাইট অনুযায়ী সঠিক তারিখ—২০ নভেম্বর ১৯৬৭।

পিতার নামে উপাধি:কার্ডে লেখা হয়েছে ‘শহীদ জিয়াউর রহমান’। অথচ জাতীয় পরিচয়পত্রে ‘শহীদ’, ‘ডা.’, ‘ইঞ্জি.’ ইত্যাদি উপাধি ব্যবহার নিষিদ্ধ।

স্বাক্ষরের অমিল:তারেক রহমানের পাসপোর্টে থাকা স্বাক্ষরের সঙ্গে এই কার্ডের স্বাক্ষরের মিল নেই।

ছবির দৃষ্টিভঙ্গি:এনআইডির নিয়ম অনুযায়ী সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তুলতে হয়। কিন্তু ছবিতে তারেক রহমান কিছুটা পাশ ফিরেছেন, এবং চশমা পরা ছবির গুণগত মানও প্রশ্নবিদ্ধ।

এনআইডি নম্বরের ফরম্যাট ভুল:বাংলাদেশের এনআইডিতে ৩-৩-৪ সংখ্যার বিন্যাসে স্পেস থাকে, কিন্তু এখানে তা নেই।

রিউমর স্ক্যানার দেখে যে ছবিটিতে ‘Iqbal TV’ নামে একটি বিনোদনমূলক ফেসবুক পেজের ওয়াটারমার্ক রয়েছে।এই পেজের বর্ণনায়ই বলা আছে—তাদের কনটেন্ট কল্পনাভিত্তিক এবং গুরুত্ব দিয়ে দেখার কিছু নয়।

➡️ তারেক রহমান এখনও ভোটার হননি।

➡️ ভোটার হতে হলে তাকে দেশে ফিরতে হবে, কারণ এনআইডি দিতে হলে শারীরিক উপস্থিতি বাধ্যতামূলক।

➡️ তার স্ত্রী ডা. জোবাইদা রহমান সম্প্রতি ভোটার হয়েছেন, কিন্তু তারেক রহমানের ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে কোনো তথ্য নেই।

তারেক রহমানকে ঘিরে ছড়ানো এনআইডি কার্ডের ছবি ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি।এটি একটি বিনোদন পেজ থেকে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি তৈরি করেছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে