ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

গোল্ডেন হার্ভেস্টের অনলাইন শপ যাত্রা শুরু

২০২৫ সেপ্টেম্বর ১৫ ১৯:৫২:২৭
গোল্ডেন হার্ভেস্টের অনলাইন শপ যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের শীর্ষ কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে ই-কমার্স খাতে পদক্ষেপ নিচ্ছে। কোম্পানিটি শিগগিরই চালু করতে যাচ্ছে তাদের নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম “গোল্ডেন হার্ভেস্ট শপ ডটকম”।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রোববার (১৪ সেপ্টেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ উদ্যোগ অনুমোদন দেওয়া হয়। এর ফলে খুব অল্প সময়ের মধ্যেই গ্রাহকরা অনলাইনের মাধ্যমে সরাসরি গোল্ডেন হার্ভেস্টের পণ্য কেনার সুযোগ পাবেন।

কোম্পানি কর্তৃপক্ষ মনে করছে, নতুন প্ল্যাটফর্মটি চালু হলে গ্রাহকের কাছে পণ্য পৌঁছানো আরও দ্রুত ও সহজ হবে। একই সঙ্গে ডিস্ট্রিবিউশন চেইন আরও শক্তিশালী হয়ে কোম্পানির বিক্রয় ও আয় বাড়াতে সহায়তা করবে।

দীর্ঘদিন ধরে দেশীয় বাজারে নানা ধরনের খাদ্য ও আনুষাঙ্গিক পণ্য উৎপাদন ও সরবরাহের মাধ্যমে আস্থা অর্জন করেছে গোল্ডেন হার্ভেস্ট। অনলাইন শপ চালুর ফলে গ্রাহকেরা সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন, যা মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভরতা কমিয়ে দেবে।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে