ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

স্থিতিশীলতা তহবিলের কার্যকারিতা বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৯:৫১:০৪
স্থিতিশীলতা তহবিলের কার্যকারিতা বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের স্থিতিশীলতা তহবিল (ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড—সিএমএসএফ)-এর কার্যকারিতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশন প্রস্তাব করেছে, সিএমএসএফ-কে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে গড়ে তুলতে নতুন আইন প্রণয়ন করা হবে এবং এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে। মূল লক্ষ্য হলো বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষা ও তহবিল পরিচালনায় স্বচ্ছতা আনা।

গত বছর রাজনৈতিক পরিবর্তনের পর দায়িত্ব পাওয়া নতুন কমিশন সিএমএসএফ-এর কার্যক্রমে নানা অনিয়ম চিহ্নিত করে। দেখা যায়, আগের বোর্ডের পরিচালন ব্যয় ছিল অস্বাভাবিকভাবে বেশি; তারা মাসে প্রায় ১০টি সভা করত এবং প্রতিটি সভার জন্য সদস্যরা ৮ হাজার টাকা করে সম্মানী নিতেন। এসব কারণেই কমিশন মনে করছে, তহবিলের আইনি ভিত্তি শক্ত করতে ও কার্যক্রম সুশৃঙ্খল রাখতে নতুন আইন প্রয়োজন। বর্তমানে প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বিএসইসি’র মুখপাত্র আবুল কালাম জানান, প্রস্তাবিত আইন কার্যকর হলে সিএমএসএফ সম্পর্কিত সব নিয়ম একীভূত হবে। নতুন সাত সদস্যের বোর্ডের চেয়ারম্যান হবেন বিএসইসি’র চেয়ারম্যান। সদস্য হিসেবে থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন অতিরিক্ত সচিব, দুই স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান, পাবলিকলি লিস্টেড কোম্পানিজের অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সিএমএসএফ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা।

সিএমএসএফ-এর প্রধান নির্বাহী ওয়াসি আজম বলেন, "বিনিয়োগকারীদের বিশাল অঙ্কের অর্থ ব্যবস্থাপনার দায়িত্ব একটি বোর্ড ছাড়া টেকসই নয়। নতুন বোর্ড গঠন এখন সময়ের দাবি।"

তহবিলের পরিচালন ব্যয় কমাতে বিএসইসি প্রস্তাব করেছে, সিএমএসএফ তাদের কার্যক্রম বিএসইসি’র আর্থিক সাক্ষরতা উইং অথবা বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের সঙ্গে সমন্বয় করে চালাবে। এতে অফিস ভাড়া বাবদ খরচও কমবে। এছাড়া সিদ্ধান্ত হয়েছে—সিএমএসএফ জমা রাখা অর্থ দিয়ে সরাসরি শেয়ার কেনা-বেচা করা যাবে না; বরং এর সুদ থেকে যে আয় হবে, তা বিনিয়োগকারী সচেতনতা বৃদ্ধিতে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, ২০২১ সালের জুনে গঠিত সিএমএসএফ-এর প্রধান দায়িত্ব হলো বিনিয়োগকারীদের অমীমাংসিত ডিভিডেন্ড নিষ্পত্তি করা। বর্তমানে তহবিলে রয়েছে ৮১৩ কোটি টাকা ক্যাশ এবং ১ হাজার ৯২ কোটি টাকার শেয়ার ডিভিডেন্ড।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে