ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আলোচিত সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস

২০২৫ সেপ্টেম্বর ১৪ ০৯:১৩:২৫
আলোচিত সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে জেনারেল সেক্রেটারি (জিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মাজহারুল ইসলাম ফাহিম।

মাজহারুলের নাম প্রথম আলোচনায় আসে ২০২৩ সালের জুলাইয়ে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময়। ওই আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণে, তার অবস্থান জানতে চেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নেয় তার ছোট ভাই, তখনকার ঢাকা কলেজের এইচএসসি শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে।

তিন দিন পর ডিবি কার্যালয়ে নেওয়া হয় ফাইয়াজকে। পরে আদালতে সোপর্দ করা হয়। বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরা, দুই হাত মোটা সাদা রশি দিয়ে বাঁধা এবং হাতে একটি কাপড়ের ব্যাগ নিয়ে আদালতে হাজির হওয়ার সেই ছবি দেশজুড়ে আলোড়ন তোলে। জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল থেকেও প্রতিক্রিয়া আসে। সেসময় কিশোর বয়সী ফাইয়াজ ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচিতি পান।

পরিবার ও পটভূমি

মাজহারুল ও ফাইয়াজ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার গ্রামের বাসিন্দা। তাদের বাবা আমিরুল ইসলাম মঞ্জু একজন ইসলামী ব্যাংক কর্মকর্তা। তিন ভাইয়ের মধ্যে মাজহারুল বড় এবং ফাইয়াজ মেজো।

আমিরুল ইসলাম বলেন, “মাজহারুল ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও ভদ্র। নোয়াখালী জেলা স্কুল থেকে এসএসসি ও ঢাকা সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হয়।”তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের সময় আমার ছোট ছেলেকে তুলে নিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয় এবং নির্যাতন চালানো হয়।”

নির্বাচনের ফলাফল

জাকসুর নির্বাচন কমিশন শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৬টায় সিনেট হলে ফলাফল ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান এবং সদস্যসচিব একেএম রশিদুল আলম ফল ঘোষণা করেন।

জাকসুতে ভিপি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু।এজিএস (ছাত্র) পদে নির্বাচিত হয়েছেন ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে নির্বাচিত হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা—দুজনই ছাত্রশিবির-সমর্থিত জোটের প্রার্থী।

বিজয়ের প্রতিক্রিয়া

নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম বলেন, “যেদিন শিক্ষার্থীরা আমাদের স্বীকৃতি দেবে যে, আমরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি—সেদিনই হবে আমাদের প্রকৃত বিজয়ের দিন।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে