ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আবিদের জন্য পিনাকীর আবেগঘন বার্তা

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৩:৫৪:০১
আবিদের জন্য পিনাকীর আবেগঘন বার্তা

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক বিশ্লেষক ও লেখক পিনাকী ভট্টাচার্য এক ফেসবুক পোস্টে সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্ররাজনীতি, বিশেষত ডাকসু নির্বাচনের প্রসঙ্গ তুলে আবিদ, রহিম এবং মায়েদের প্রতি শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, এই প্রার্থীরা "যোগ্য" ছিলেন এবং তাদের হারটা প্রকৃত অর্থে ব্যক্তিগত পরাজয় নয়, বরং সঠিক ন্যারেটিভ ভুল ন্যারেটিভে চাপা পড়ার ফল। পিনাকীর মতে, রাজনৈতিক দল নয়, ন্যারেটিভ তৈরির ক্ষমতাই রাজনীতিতে আসল শক্তি। তার ভাষায়, "শক্তিশালী ন্যারেটিভ সৃষ্টিকারীরাই শেষ পর্যন্ত জয়ী হন।"

পোস্টে পিনাকী ভট্টাচার্য ডাকসু নির্বাচন ঘিরে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার ক্ষেত্রে সংযম অবলম্বনের পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, ভোটাররা যাদের ভোট দিয়েছে, তারা জানে তারা কাকে ভোট দিয়েছে। সুতরাং এই ফলাফলকে পরাজয় হিসেবে দেখার সুযোগ নেই।

তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অবস্থান নিয়েছেন, তারা জনমত জাগাতে পারলে তবেই প্রকৃত জয় লাভ করবেন, এবং সেই জনমত সৃষ্টি করাই ছিল এই নির্বাচনের মূল উদ্দেশ্য।

পিনাকী দলের ভেতরের কিছু নেতার প্রতি কড়া সমালোচনা করে বলেন, "অপদার্থ স্ট্র্যাটেজিস্ট" এবং "ভারতের দালালদের" বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি সতর্ক করেন, যদি দলের "রাজাকার" অংশ চিৎকার করে ব্যালট চুরি করে, তাহলে সাধারণ কর্মীদের উচিত হবে দেশের মানুষের অন্তরের কথা বোঝা এবং সেই জায়গা থেকে রাজনৈতিক শক্তি আহরণ করা।

স্ট্যাটাসের শেষে পিনাকী আবিদ, রহিম এবং মায়েদের প্রতি আবারও শুভকামনা ও ভালোবাসা জানান। তিনি একটি সুন্দর, মহিমাময় ও কল্যাণময় ভবিষ্যৎ কামনা করে পোস্টটি শেষ করেন “ইনকিলাব জিন্দাবাদ!” স্লোগানের মাধ্যমে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে