ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জাতীয় পার্টির ছাতার নিচে আ.লীগ নেতাদের মনোনয়ন

২০২৫ সেপ্টেম্বর ০৭ ০৯:৪৩:৩৫
জাতীয় পার্টির ছাতার নিচে আ.লীগ নেতাদের মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক : দেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। শুধু তাই নয়, দলটি জানিয়েছে, আওয়ামী লীগের ‘ক্লিন ইমেজের’ নেতাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হতে পারে।

শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করুন), রংপুরে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা।

তিনি বলেন,“আওয়ামী লীগের সমর্থক, কিন্তু যার বিরুদ্ধে কোনো মামলা নেই — এমন যোগ্য প্রার্থী পেলে আমরা অবশ্যই তাকে মনোনয়ন দেব।”

তিনি আরও জানান, জাতীয় পার্টি ৩৯টি আসনে নিজস্ব প্রার্থী দেবে। এমনকি ফরিদপুর ও গোপালগঞ্জের মতো আওয়ামী লীগ-ঘাঁটি জেলাগুলোতেও জাপা তাদের নিজস্ব ক্লিন ইমেজের প্রার্থী দেবে।

বিএনপির প্রসঙ্গ টেনে মোস্তফা বলেন,“গণতন্ত্রের স্বার্থে বিএনপির একটি ভূমিকা থাকা উচিত। যদি জাতীয় পার্টি নির্বাচনে না থাকে, তাহলে জামায়াত, ইসলামী ঐক্যজোট, চরমোনাই ও গণঅধিকার পরিষদের মতো দলগুলো একা হয়ে যাবে — ফলে বিএনপিও বিপদে পড়বে।”

তিনি বলেন,“আমরা দেখছি বিএনপি বেশ এগিয়ে আছে, রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কিন্তু এখন যদি বিএনপিকে আঘাত করতে চায় কেউ, তবে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) ছাড়া জামায়াত নির্বাচনে যাবে না — এটা একটা খোঁড়া অজুহাত দিয়ে বিএনপিকে বিপদে ফেলার কৌশল।”

জাতীয় পার্টির এই নেতা বলেন,“দল সবসময় গণতান্ত্রিক ধারার রাজনীতি করেছে। ১৫ই ফেব্রুয়ারি ব্যতিক্রম ছাড়া প্রতিটি জাতীয় নির্বাচনে আমরা অংশ নিয়েছি। এবারও জাতীয় পার্টি নির্বাচন করবে।”

সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা সম্প্রতি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়।

নেতাকর্মীরা অভিযোগ করেন,“দলীয় অফিস ও নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। এসব হামলা দেশের গণতান্ত্রিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।”

রাজনীতিতে নিষেধাজ্ঞা ও অনিশ্চয়তা চলাকালেও জাতীয় পার্টির এমন ঘোষণায় ভোটের মাঠে নতুন কৌশল, জোট ও সমীকরণের ইঙ্গিত মিলছে — যেখানে এক সময়ের প্রতিপক্ষ দলের নেতারাও অন্যদলের ছাতায় টিকে থাকার চেষ্টা করছেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে