ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আবারও ফাঁসলেন ছাগলকাণ্ডের সেই মতিউর

২০২৫ সেপ্টেম্বর ০৭ ০৯:২২:৫৯
আবারও ফাঁসলেন ছাগলকাণ্ডের সেই মতিউর

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর জানা যায়, দুর্নীতির মামলায় কারাগারে থাকা অবস্থায় তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে এক ব্যক্তির সঙ্গে একান্ত সাক্ষাতের সুযোগ দেওয়া হয়।

২০২৪ সালের ঈদুল আজহার আগে মতিউরের ছেলে ইফাত ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন। এই ঘটনার সূত্র ধরে মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে এবং পরে তিনি কারাগারে যান।

১২ আগস্ট, দুর্নীতির মামলার শুনানির জন্য তাকে কিশোরগঞ্জ কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। শুনানি শেষে, বিকেল ৫টা ১৮ মিনিটে তাকে বহনকারী প্রিজন ভ্যান ও পুলিশের এস্কর্ট গাড়ি নরসিংদীর নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে প্রায় ৫০ মিনিট যাত্রাবিরতি করে — যা নিয়মবহির্ভূত বলে অভিযোগ উঠেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রিজন ভ্যান থেকে হাতকড়া ছাড়াই মতিউর রহমানকে নামানো হয়। এর আগে থেকেই হোটেলের ভেতরে সাদা টি-শার্ট, জিন্স ও কালো জুতা পরা এক ব্যক্তি উপস্থিত ছিলেন। মতিউর আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি একটি কক্ষে প্রবেশ করেন। পরে পুলিশ সদস্যরা মতিউরকেও সেই কক্ষে নিয়ে যান এবং বাইরে অবস্থান করেন।

কিছুক্ষণ পর দেখা যায়, মতিউর রহমান ওই ব্যক্তির কাঁধে হাত রেখে কক্ষ থেকে বের হচ্ছেন এবং স্বাভাবিকভাবে প্রিজন ভ্যানে উঠে পড়ছেন। পুলিশ সদস্যদেরও স্বাভাবিক আচরণ করতে দেখা যায়। বিদায়ের সময় ওই ব্যক্তি মতিউরকে আলিঙ্গন করেন এবং প্রিজন ভ্যানটি এস্কর্ট গাড়িসহ স্থান ত্যাগ করে।

নিয়ম অনুযায়ী, কোনো আসামিকে পথে এভাবে যাত্রাবিরতির সুযোগ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ৫-১০ মিনিটের বিরতি নেওয়া গেলেও, তা কর্তৃপক্ষের অনুমোদন ও কঠোর নিরাপত্তার মধ্যে হতে হয়। কিন্তু এখানে প্রায় ৫০ মিনিট ধরে একজন আসামিকে একান্ত সাক্ষাতের সুযোগ করে দেওয়া সম্পূর্ণ অনৈতিক, আইনবিরোধী ও শাস্তিযোগ্য অপরাধ।

এই ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়, যখন আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী জুলকারনাইন সাএর (সামি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে সিসিটিভি ফুটেজ শেয়ার করেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে