ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে লেনদেনে উল্লম্ফন: চালকের আসনে যারা

২০২৫ আগস্ট ০৩ ১৮:৪৩:২০
শেয়ারবাজারে লেনদেনে উল্লম্ফন: চালকের আসনে যারা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৩ আগস্ট) সূচকের পাশাপাশি টাকার অংকে শেয়ারবাজারে বড় উল্লম্ফন হয়েছে। ডিএসইতে আজ মোট ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা প্রায় গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। গত বৃহস্পতিবার ৩১ জুলাই লেনদেন হয়েছিল ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকার। আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে ৭৪ কোটি টাকা। লেনদেন বৃদ্ধির এই নেতৃত্ব দিয়েছে সেরা কোম্পানির শেয়ার। কারণ আজ ডিএসইর লেনদেন তালিকায় শীর্ষ ১০ কোম্পানিই ছিল ‘এ’ ক্যাটাগরির। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

শীর্ষ তালিকার ১০ট কোম্পানি হলো- উত্তরা ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, মালেক স্পিনিং, যমুনা ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এমজেএল বিডি, বেক্সিমকো ফার্মা এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস। আজ এই ১০ কোম্পানির মোট ২৭৩ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার টাকা, যা মোট লেনদেনের ২৪.০৬ শতাংশ।

শেয়ারবাজারে নতুন আলোচনায় গ্রামীণফোন ও রবি

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে উত্তরা ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির ৪৪ কোটি ৫০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে ব্যাংকটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২২ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। আজ ডিএসইতে কোম্পানিটির ৩৮ কোটি ৯৯ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১১৮ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির মোট ৩৬ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকায় লেনদেন হয়। এদিন ব্যাংকটির সর্বশেষ শেয়ার দর ছিল ২৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ২৮ কোটি ৬০ লাখ ৩ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ২৫ কোটি ২ লাখ ৬৪ হাজার টাকা, যমুনা ব্যাংকের ২৪ কোটি ৯১ লাখ ৪৩ হাজার টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২১ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার টাকা, এমজেএল বিডির ১৮ কোটি ৬৭ লাখ ৭৯ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ১৮ কোটি ১৫ লাখ ৪৭ হাজার টাকা এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ১৭ কোটি ৬ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে