ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫
Sharenews24

জামায়াত আমিরকে নিয়ে প্রেস সচিবের আবেগঘন পোস্ট

২০২৫ আগস্ট ০৩ ১০:২৪:৩৯
জামায়াত আমিরকে নিয়ে প্রেস সচিবের আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি জামায়াত আমিরের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

পোস্টে শফিকুল আলম লেখেন,“হার্ট সার্জারির পর শফিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি এবং তার জন্য প্রার্থনা করছি। অনিশ্চয়তায় ভরা এক সময়ে তার শান্ত নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলকভাবে অংশগ্রহণের মানসিকতা বিশেষভাবে চোখে পড়ার মতো।”

তিনি আরও লেখেন,“শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের ভেতরে শৃঙ্খলা ও সততার যে সুনাম গড়ে উঠেছে, তা সব রাজনৈতিক দলের জন্যই অনুসরণযোগ্য উদাহরণ। আল্লাহ চাইলে তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন—এই প্রার্থনাই করছি। শান্তি, ধৈর্য ও শক্তি তার জন্য কামনা করছি। ইনশাআল্লাহ।”

ডা. শফিকুর রহমান সম্প্রতি হার্ট সার্জারির পর থেকে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় দেশের রাজনৈতিক অঙ্গনে তার প্রতি শুভকামনা জানিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে