ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫
Sharenews24

ফ্যাক্টরি চালুর খবরে লিবরা ইনফিউশনসের পালে হাওয়া

২০২৫ জুলাই ২১ ০৭:০৩:৫৫
ফ্যাক্টরি চালুর খবরে লিবরা ইনফিউশনসের পালে হাওয়া

নিজস্ব প্রতিবেদক: দেশের বৃহত্তম ইন্ট্রাভেনাস (IV) স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠান লিবরা ইনফিউশনস রোববার তাদের কারখানায় উৎপাদন পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে। এই খবরে কোম্পানিটির শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দাম ৪.৩২ শতাংশ বেড়ে ৮১৬ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

এর আগে ১৪ জুলাই ডিএসই জানায় যে, তাদের একটি দল লিবরার মিরপুরের প্রধান কার্যালয় এবং কারখানা পরিদর্শন করে উভয়ই বন্ধ অবস্থায় দেখতে পায়। এই ঘোষণার পর ১৬ জুলাই পর্যন্ত দুটি ট্রেডিং সেশনে কোম্পানিটির শেয়ারের দাম ৬.৭৩ শতাংশ কমে যায়।

ডিএসই'র এই তথ্যের জবাবে লিবরা একটি মূল্য সংবেদনশীল বিবৃতি জারি করে জানিয়েছে, কারখানাটি ১৩ থেকে ১৬ জুলাই পর্যন্ত নির্ধারিত রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ ছিল এবং ১৭ জুলাই থেকে উৎপাদন পুনরায় শুরু হয়েছে। তবে ডিএসই তাদের ওয়েবসাইটে কোম্পানিটির এই বিবৃতি প্রকাশ করেনি।

তবে ডিএসই'র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ডিএসই বিকাল সোয় ৪ টায়—বাজার ক্লোজ হওয়ার পর—এই তথ্য পেয়েছে, যে কারণে এটি আপলোড করা হয়নি।

এর আগে গত বছরের ডিসেম্বরে, লিবরা ইনফিউশনস ঘোষণা করেছিল, হাইকোর্ট আল-আরাফাহ ইসলামী ব্যাংককে পূর্বের চুক্তি অনুযায়ী আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছে। কোম্পানিটি জানায়, এই রায় তাদের ওয়ার্কিং ক্যাপিটালের ঘাটতি দূর করেছে এবং পূর্ণাঙ্গ উৎপাদন পুনরায় শুরু করার পথ পরিষ্কার করেছে।

তবে আল-আরাফাহ ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, ব্যাংকটি লিবরার এই রায়ের ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করেছে। ওই কর্মকর্তা দাবি করেন, আদালত কোনো নতুন অর্থায়নের নির্দেশ দেননি, বরং ব্যাংককে কেবল ১১ জানুয়ারি ২০২৫, যা পরবর্তী শুনানির তারিখ, ততদিন পর্যন্ত লিবরার বিদ্যমান শ্রেণীবদ্ধ ঋণ স্থিতি বজায় রাখতে নির্দেশ দিয়েছে।

লিবরা বর্তমানে ব্যাংকের দায়ের করা ১ ৭৯ কোটি ৬৬ লাখ টাকার ঋণ খেলাপির মামলায় জড়িত এবং একটি অর্থঋণ আদালত ১ ডিসেম্বর থেকে কোম্পানির পরিচালকদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে।

কোম্পানিটি সর্বশেষ ২০২২ অর্থবছরের জুলাই-মার্চের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছিল, যেখানে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪ টাকা দেখানো হয়েছিল। আগের অর্থবছরের একই সময়ে ৬ টাকা ৪৪ পয়সা লোকসান ছিল। ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত এর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮৪৩ টাকা। এরপর থেকে কোনো আর্থিক হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়নি।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে