ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এনসিপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নীলা ইসরাফিল

২০২৫ জুলাই ১৯ ১২:১৭:২১
এনসিপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নীলা ইসরাফিল

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতি-নৈতিকতা ও নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন দলটির সদস্য ও সাবেক মুখপাত্র নীলা ইসরাফিল। দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর থেকে তাকে পদযাত্রা কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শনিবার ভোররাতে সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক স্ট্যাটাস দেন তিনি।

নীলার প্রশ্ন, “তুষার যদি এত অভিযোগের পরও রাজনীতি করতে পারেন, তাহলে আমাকে কেন বাধা দেওয়া হচ্ছে?”

নীলা ইসরাফিল তার পোস্টে লিখেছেন, “আমি কি এনসিপিকে খেয়ে ফেলব? আমি কি এনসিপিকে ভেঙে ফেলব? না কি শুধু প্রশ্ন তোলার কারণেই আমাকে দোষী বানানো হচ্ছে?”

তিনি আরও বলেন, “আমি সেই মানুষ, যিনি দলের শুরু থেকে রাস্তায়, মঞ্চে এনসিপিকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন। তুষারের বিরুদ্ধে নির্যাতন ও দুর্নীতির অভিযোগ প্রমাণসহ উপস্থাপন করা হলেও তিনি দিব্যি রাজনীতি করে যাচ্ছেন, অথচ আমি দলীয় কর্মসূচি থেকে বাদ।”

নীলা দলকে ‘সুবিধাবাদী নাটক’ না হয়ে ‘নীতিনিষ্ঠ’ হতে আহ্বান জানান।

পোস্টের একপর্যায়ে তিনি লিখেছেন, “আমি কাউকে খাই না, কাউকে ভাঙিও না। আমি শুধু সত্য বলি। আর সত্য বললেই যদি একটা দল কেঁপে ওঠে, তাহলে সমস্যাটা কোথায়, সেটা বুঝে নিতে হবে।”

সাম্প্রতিক সময়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন নীলা ইসরাফিল। পরে দলটি তার বিরুদ্ধে ‘কারণ দর্শানোর নোটিশ’ জারি করে। যদিও অভিযুক্ত তুষারের বিরুদ্ধে এখনো কোনো দৃশ্যমান দলীয় ব্যবস্থা নেওয়া হয়নি।

এনসিপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে