ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
Sharenews24

বসুন্ধরার বিরুদ্ধে মুখ খুললেন হাসনাত

২০২৫ জুলাই ০৮ ১০:৫৮:৩৮
বসুন্ধরার বিরুদ্ধে মুখ খুললেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক : “আপনারা বেনজির-ডিবি হারুন হইয়েন না”— এই ভাষায় প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (৭ জুলাই) সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান চত্বরে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

সমাবেশে হাসনাত বলেন, “আমরা শুনতে পাচ্ছি, ডিসি এবং এসপি অফিসগুলো বিশেষ একটি রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে। আমি তাদের কল্যাণের জন্য বলতে চাই— আপনারা বাংলাদেশপন্থি ও জনগণপন্থি হন। কারণ, দিনশেষে ক্ষমতার প্রকৃত উৎস জনগণ। যখন কোনো রাজনৈতিক দলের পতন শুরু হয়, তখন আপনাদের কেউ বাঁচাতে আসবে না।”

তিনি আরও বলেন, “আপনারা বেনজির-ডিবি হারুন হইয়েন না। তা না হলে আবাবিল পাখির মতো একজন হাসনাত অথবা একজন সারজিস আবারও রাস্তায় নামবে।”

হাসনাত তার দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের এনসিপির কোনো নেতাকর্মীকে যদি ভয় দেখানো হয়, আমরা স্পষ্ট করে বলছি— তারা আছেন বলেই আমরা নেতা। প্রান্তিক পর্যায় থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। সবাই নির্ভয়ে কাজ করুন। যদি কোনো ভয়-ভীতি দেখানো হয়, আমাদের জানান। শুধু ঢাকা থেকে আসতে একটু সময় লাগে।”

বসুন্ধরা গ্রুপের মিডিয়ার সমালোচনা করে তিনি বলেন, “গতকাল আমার বক্তব্য নিয়ে বসুন্ধরার মিডিয়া ক্ষুব্ধ হয়েছে। আমি ভয় পাই না। আমি বলব, আবারও বলব— আমাকে থামাতে পারবেন না। আমাকে শত্রু ভাবার প্রয়োজন নেই। আপনারা যদি বাংলাদেশপন্থি হন, তাহলে আমি আপনাদের পক্ষে। আমি যদি অন্যায় করি, দুর্নীতি করি, আপনারা আমার বিপক্ষে কলম ধরুন।”

তিনি আরও বলেন, “আজ দেখলাম বসুন্ধরার মিডিয়ার পক্ষে কিছু সাংবাদিক বিবৃতি দিয়েছে। হুবহু সেই ধরনের বিবৃতি, যেমন ২০২৩ সালের ৩ আগস্ট হাসিনার পক্ষে বসুন্ধরার মালিক দিয়েছিলেন। এই বিবৃতি আমাদের চেনা, জানা। গত ১৫ বছর ধরে গুম, খুন, অন্যায়ের পক্ষে এভাবেই বিবৃতি দিয়ে আসছেন আপনারা।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে