ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

সারজিসের পোস্ট শেয়ার করে হাসনাতের তীব্র প্রতিক্রিয়া

২০২৫ জুলাই ০৭ ১২:৪৫:২২
সারজিসের পোস্ট শেয়ার করে হাসনাতের তীব্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদন: জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম একটি প্রিন্ট মিডিয়া–সম্পর্কিত পোস্ট ফেসবুকে দেন, যা নিজের প্রোফাইলে যোগাযোগ করেন হাসনাত আব্দুল্লাহ ।

তার শেয়ারকৃত বক্তব্য তুলে ধরা হলো, “হাসিনার স্বৈরাচারী আমলে হাজারের অধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে কালবেলার সম্পাদক ভারতীয় চর খ্যাত সন্তোষ শর্মার সম্পৃক্ততা সম্পর্কে যা জানা গেল…”

এই পোস্টে হাসনাতের মন্তব্যে ঘিরে সামনে এসেছে ব্যাপক প্রতিক্রিয়া। একজন ব্যবহারকারী “মাহমুদুল হক জালীস” তার কমেন্ট অংশে লেখেন,“হাসনাত আব্দুল্লাহ এমন সব শক্তিকে চ্যালেঞ্জ করেন, যেগুলোর সাথে আপস করেই এ দেশে দীর্ঘদিন রাজনীতি করা হয়েছে… তরুণ প্রজন্মের হাসনাতরা আপস করে না, মাথা নত করে না। ইনসাফের জন্য একা হলেও লড়ে যায়।”

তার এই বক্তব্যে উঠে এসেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড–এর অভিযোগসহ কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার বিরুদ্ধে বিস্ফোরক আক্রমণ হাসনাতের আপসবিহীন রাজনীতি—যা প্রায়শই তার সমালোচকদের কানে লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে।

নির্ভীক পদের ঘোষণা—“ইনসাফের জন্য একা হলেও লড়ে যাব” এমন দৃঢ় প্রত্যয়ন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে