ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

বাংলাদেশিদের জন্য অবিশ্বাস্য সুযোগ দিল দুবাই

২০২৫ জুলাই ০৭ ১২:২৭:০৬
বাংলাদেশিদের জন্য অবিশ্বাস্য সুযোগ দিল দুবাই

নিজস্ব প্রতিবেদন: এত দিন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ‘গোল্ডেন ভিসা’ পেতে বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন হতো। তবে এখন বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য চালু হয়েছে নতুন একটি মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসা—যা তুলনামূলকভাবে অনেক কম খরচে পাওয়া যাবে এবং এতে বিশাল অঙ্কের বিনিয়োগের প্রয়োজন নেই।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, আগে এই ভিসা পেতে দেশটিতে ব্যবসা অথবা কমপক্ষে ২ মিলিয়ন দিরহাম (প্রায় ৬ কোটি ৬৮ লাখ টাকা) মূল্যের সম্পত্তি কিনতে হতো।তবে এখন নতুন নিয়ম অনুযায়ী, মাত্র ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকা) ফি দিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকরা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এই নতুন ভিসা পাইলট প্রকল্প হিসেবে ভারত ও বাংলাদেশে চালু হচ্ছে। পুরো প্রক্রাটি পরিচালনা করছে ‘রায়াদ গ্রুপ’ নামের একটি পরামর্শক সংস্থা।সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রায়াদ কামাল আইয়ুব একে ভারতীয় ও বাংলাদেশিদের জন্য ‘সুবর্ণ সুযোগ’ বলে অভিহিত করেছেন।

এই মনোনয়নভিত্তিক গোল্ডেন ভিসার আবেদনকারীদের:

ব্যাকগ্রাউন্ড যাচাই হবে

অর্থপাচার বা অপরাধের রেকর্ড খতিয়ে দেখা হবে

সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণ করা হবে

এই যাচাইয়ের ভিত্তিতে আবেদনকারীর সংস্কৃতি, অর্থনীতি, বিজ্ঞান, স্টার্টআপ বা পেশাগত খাতে অবদান রাখার সম্ভাব্যতা যাচাই করা হবে। এরপর রায়াদ গ্রুপ সরকারের কাছে আবেদন পাঠাবে, এবং সংশ্লিষ্ট দপ্তর ভিসা অনুমোদন দেবে।

আবেদন জমা দেওয়া যাবে:

ওয়ান ভাস্কো (One VASCO) সেন্টার

রায়াদ গ্রুপের নিবন্ধিত অফিস

অনলাইন পোর্টাল

কল সেন্টার

আবেদনকারীকে প্রাথমিক অনুমোদনের পর দুবাই ভ্রমণ করতে হবে, এবং নিজ দেশ থেকেও আবেদন শুরু করা যাবে।

✅ স্থায়ী ভিসা, সম্পত্তি-ভিত্তিক নয়

✅ সম্পত্তি বিক্রি হলেও ভিসা বাতিল হবে না

✅ পরিবারকে দুবাইয়ে নিয়ে যাওয়া যাবে

✅ গৃহকর্মী ও ড্রাইভার রাখার অনুমতি

✅ পেশাদার কাজ বা ব্যবসা করার পূর্ণ স্বাধীনতা

এই নতুন নীতিমালা বাংলাদেশিদের জন্য একটি বিরল সুযোগ, বিশেষ করে যাঁরা ইউএই-তে স্থায়ীভাবে বসবাস ও কাজ করতে চান, কিন্তু অতীতে উচ্চ বিনিয়োগের কারণে সুযোগ পাননি।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে