ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
Sharenews24

বৃষ্টি নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

২০২৫ জুলাই ০৪ ১০:০২:৫৩
বৃষ্টি নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের প্রথমার্ধে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত আবহাওয়া অফিসের দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা

হালকা বৃষ্টি হতে পারে

দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে

দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিমি গতিতে বাতাস বয়ে যেতে পারে

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ২৪ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের এক মাসের পূর্বাভাস অনুযায়ী, চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনো অনিশ্চিত।

এ মাসে দেশের বিভিন্ন স্থানে ৫–৬ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এক–দুবার বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

জুলাইয়ের প্রথমার্ধে মৌসুমি বৃষ্টির কারণে দেশের প্রধান নদনদীর পানিপ্রবাহ বাড়তে পারে। তবে দ্বিতীয়ার্ধে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে