ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
Sharenews24

বকেয়া ভাড়ার দায়ে ফ্যামিলিটেক্সের কারখানা নিলামে তুলছে বেপজা

২০২৫ জুলাই ০৩ ২৩:১৯:২৫
বকেয়া ভাড়ার দায়ে ফ্যামিলিটেক্সের কারখানা নিলামে তুলছে বেপজা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের কারখানা, ভবন, যন্ত্রপাতি ও সরঞ্জাম বকেয়া ভাড়ার কারণে দ্বিতীয় দফায় নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)।

এর আগে গত বছরের ডিসেম্বরে প্রথম দফায় সাড়া না পাওয়ায় এবার ৬ আগস্টের মধ্যে দরপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা কারখানা চালু রাখার পরিকল্পনা করবেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

ফ্যামিলিটেক্স চট্টগ্রাম ইপিজেডে ৩০ বছরের জন্য প্লট লিজ নিয়েছিল, যার মেয়াদ ২০৩৪ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ভাড়া পরিশোধে ব্যর্থ হওয়ায় বেপজা চুক্তি বাতিল করেছে। এর আগেও গত বছর আল-আরাফাহ ইসলামী ব্যাংক খেলাপি ঋণ উদ্ধারে ফ্যামিলিটেক্সের বন্ধক রাখা সম্পত্তি নিলামে তোলার ঘোষণা দিয়েছিল, যা বর্তমানে আদালতের বিচারাধীন।

২০০৩ সালে যাত্রা শুরু করা ফ্যামিলিটেক্স ২০১৩ সালে আইপিওর মাধ্যমে ৩৪ কোটি টাকা সংগ্রহ করে। তবে ২০১৬-১৭ অর্থবছর থেকে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে লোকসান দিচ্ছে। ২০২০ সালের ডিসেম্বরের পর থেকে তারা কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।

বিএসইসি ২০২১ সালে ফ্যামিলিটেক্সের কারখানা ও অফিস বন্ধ দেখতে পায়। এরপর বিএসইসি পর্ষদ পুনর্গঠন করলেও স্পন্সর শেয়ারহোল্ডারদের অসহযোগিতার কারণে স্বাধীন পরিচালকরা নিয়ন্ত্রণ নিতে পারেননি এবং পরে পদত্যাগ করেন। স্পন্সর ও পরিচালকদের হাতে মাত্র ৪ শতাংশ শেয়ার রয়েছে, যা নিয়ন্ত্রক সংস্থার শর্তের চেয়ে অনেক কম।

বিএসইসি তদন্তে জানতে পেরেছে, ২০১৫ সাল থেকে কোম্পানির পরিচালকরা ঘোষণা ছাড়াই শেয়ার বিক্রি করেছেন। ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে তাদের শেয়ার ধারণের হার ৪৫.১৬ শতাংশ থেকে পরবর্তীতে ৪.০২ শতাংশে নেমে আসে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোরশেদ বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন এবং তার বিরুদ্ধে ঋণ খেলাপি ও শেয়ার কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে