ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
Sharenews24

পদত্যাগ করলেন মম: উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

২০২৫ জুলাই ০৩ ১৬:০৫:৩২
পদত্যাগ করলেন মম: উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম সরকারি চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন, "আমি গিয়েছিলাম রাষ্ট্রের জন্য কাজ করতে। সেটা পারিনি বলেই নিজের কাছে ফিরে আসা।" তার এ পদত্যাগ ঘিরে ইতোমধ্যেই সামাজিক ও সাংস্কৃতিক মহলে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।

সূত্র জানায়, মম গত ২৫ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে তার পদত্যাগপত্র জমা দেন। যদিও বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় ১ জুলাই, অনুদানপ্রাপ্ত সিনেমার প্রজ্ঞাপন প্রকাশের দিনেই।

২০২৪-২৫ অর্থবছরে মোট ৩২টি সিনেমাকে ১৩ কোটি টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ঠিক এই প্রক্রিয়ার মধ্যেই মম’র পদত্যাগ আলোচনায় আসে।

তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই অর্থবছরে যেসব সিনেমা অনুদান পেয়েছে, সেগুলোর নির্বাচন বা বাছাইয়ে তার কোনো সম্পৃক্ততা ছিল না। পদত্যাগের পর তিনি আর কোনো সভায় অংশগ্রহণ করেননি।

মম বলেন, "ক্ষমতার কাছে যেহেতু ব্যক্তিগত কোনো চাওয়া নেই, তাই শুধু কাজ করতে চেয়েছিলাম। কিন্তু সেটা সম্ভব হয়নি। নিয়মের জটিলতা, আমলাতন্ত্র এবং সময় সংকটের কারণে কাঙ্ক্ষিত সংস্কার আনতে পারিনি।"

তিনি আরও বলেন, "আমি আমার পুরনো চেহারাটা পাল্টাতে চাইনি। কিন্তু অনেকেই ক্ষমতার পাশে গিয়ে চেহারা পাল্টে ফেলেন। এটা দুঃখজনক। তাই ফিরে আসা, আর কিছু নয়।"

অভিনেত্রী মম ছাড়াও অনুদান কমিটি থেকে আরও দুই সদস্য— ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিতাস জিয়া এবং নির্মাতা সামির আহমেদ—ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

গত বছরের ৭ অক্টোবর সরকারি অনুদান সংক্রান্ত কমিটি পুনর্গঠন করা হয়। মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে সভাপতি করে ১০ সদস্যবিশিষ্ট কমিটিতে মমসহ বিভিন্ন প্রেক্ষাগৃহ, শিক্ষা প্রতিষ্ঠান ও ফিল্ম সোসাইটির প্রতিনিধিরা স্থান পেয়েছিলেন।

মম ছিলেন ‘জুলাই বিপ্লব’-এ শিল্পীদের মধ্যে অন্যতম ফ্রন্টলাইনার। সেখান থেকে সংস্কারের প্রত্যাশায় তিনি যুক্ত হয়েছিলেন চলচ্চিত্র অনুদান কমিটিতে। কিন্তু কাঙ্ক্ষিত কাজ করতে না পারায় নিজেই সরে দাঁড়ালেন। এ নিয়ে অনেকে বলছেন, এটা নৈতিক সাহসের প্রকাশ এবং দায়িত্বশীলতার দৃষ্টান্ত।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে