ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
Sharenews24

আন্তর্জাতিক অপরাধে জড়িত ৪৮ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

২০২৫ জুলাই ০৩ ১৩:১৫:৩৩
আন্তর্জাতিক অপরাধে জড়িত ৪৮ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: গাজায় প্রতিদিন চালানো হচ্ছে ভয়াবহ গণহত্যা। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এবার এই হত্যাযজ্ঞে আন্তর্জাতিকভাবে কে বা কারা ইসরায়েলকে সহায়তা করছে—সেই তালিকা প্রকাশ করেছেন জাতিসংঘের একজন বিশেষজ্ঞ।

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিন বিষয়ক বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজ তার সাম্প্রতিক প্রতিবেদনে ৪৮টি আন্তর্জাতিক করপোরেট প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছেন, যারা সরাসরি বা পরোক্ষভাবে ইসরায়েলের দখলদারিত্ব এবং গাজায় গণহত্যায় সহায়তা করছে।

সহায়তাকারী কোম্পানিগুলোর খাতভিত্তিক তালিকা:

সামরিক খাত: লকহিড মার্টিন (যুক্তরাষ্ট্র), লিওনার্দো এসপিএ (ইতালি)

এই প্রতিষ্ঠানগুলো ইসরায়েলকে যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করছে, যা গাজার উপর হামলায় ব্যবহৃত হচ্ছে।

প্রযুক্তি খাত: মাইক্রোসফট, অ্যালফাবেট (গুগলের মূল কোম্পানি), অ্যামাজন, আইবিএম, প্যালান্টির টেকনোলজিস

এসব কোম্পানি নজরদারি, বায়োমেট্রিক ডেটা ও এআই-ভিত্তিক লক্ষ্যবস্তু নির্ধারণে ইসরায়েলকে সহায়তা করছে।

নির্মাণ ও যন্ত্রপাতি খাত: ক্যাটারপিলার (যুক্তরাষ্ট্র), ভলভো (সুইডেন), হুন্ডাই (দক্ষিণ কোরিয়া)

তাদের ভারী যন্ত্রপাতি ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস ও অবৈধ বসতি নির্মাণে ব্যবহৃত হচ্ছে।

পর্যটন ও আবাসন: বুকিং.কম, এয়ারবিএনবি

দখলকৃত পশ্চিম তীরের অবৈধ বসতিতে হোটেল ও আবাসিক স্থাপনা তালিকাভুক্ত করে আয় করছে এই কোম্পানিগুলো।

জ্বালানি ও খনিজ খাত: ড্রামন্ড কোম্পানি (যুক্তরাষ্ট্র), গ্লেনকোর (সুইজারল্যান্ড)

এই দুটি কোম্পানি ইসরায়েলকে কয়লা সরবরাহ করছে, যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে।

বিনিয়োগ প্রতিষ্ঠান: ব্ল্যাকরক, ভ্যানগার্ড

বিশ্বের বৃহত্তম এই দুটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করে আসছে।

ফ্রান্সেসকা আলবানিজ জানিয়েছেন, এসব কোম্পানির কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। চাইলে আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) এসব প্রতিষ্ঠান ও তাদের কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা যেতে পারে।

প্রতিবেদনটি বৃহস্পতিবার (৩ জুলাই) জেনেভায় জাতিসংঘের একটি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে