ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
Sharenews24

নিষেধাজ্ঞা তুলে নিল ভারত, তীব্র বিতর্ক শুরু 

২০২৫ জুলাই ০৩ ১২:৪২:৩১
নিষেধাজ্ঞা তুলে নিল ভারত, তীব্র বিতর্ক শুরু 

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে পাকিস্তানের বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও চ্যানেল আবারও ভারত থেকে দেখা যাচ্ছে।

ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীরা এখন পাকিস্তানি সেলিব্রিটি মাওরা হোকেন, ইয়ুমনা জাইদি, আহাদ রাজা মীর ও ড্যানিশ তাইমুর-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করতে পারছেন। তবে ফাওয়াদ খান, মাহিরা খান ও হানিয়া আমির-এর অ্যাকাউন্টগুলো এখনো ভারত থেকে সীমাবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন একাধিক নেটিজেন।

এছাড়া পাকিস্তানের জনপ্রিয় বিনোদনমূলক চ্যানেল—হাম টিভি, এআরওয়াই ডিজিটাল এবং হার পাল জিও-ও ভারতীয় দর্শকদের জন্য পুনরায় উন্মুক্ত হয়েছে।

সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি, শোয়েব আখতার ও রশিদ লতিফ-এর ইউটিউব চ্যানেলগুলোকেও পুনরায় ভারত থেকে অ্যাক্সেস করা যাচ্ছে বলে জানা গেছে।

এর আগে, ৮ মে ভারত সরকার একটি আনুষ্ঠানিক নির্দেশনায় পাকিস্তানভিত্তিক ওয়েব সিরিজ, চলচ্চিত্র, সংগীত, পডকাস্টসহ সব ধরনের ডিজিটাল কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেয়। এই পদক্ষেপ নেয়া হয় তথ্যপ্রযুক্তি বিধিমালা, ২০২১-এর আওতায়, জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলার স্বার্থে।

উল্লেখ্য, সেই সময় পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল, যার মধ্যে সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের চ্যানেলও ছিল, সেগুলোর অ্যাক্সেস ভারত থেকে ব্লক করে দেওয়া হয়েছিল। এমনকি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক-এর মতো ব্যক্তিদের ইউটিউব চ্যানেলও সীমাবদ্ধ করা হয়।

তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর একটি চিঠি দিয়ে এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে।

তাদের ভাষায়, “এটি শুধু একটি ডিজিটাল উপস্থিতি নয়, বরং শহীদ সৈন্যদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা। পেহেলগামের সন্ত্রাসী হামলায় যেসব পরিবার প্রিয়জন হারিয়েছে, তাদের আবেগে এটি সরাসরি আঘাত।”

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে