ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
Sharenews24

এনবিআরের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, আতঙ্কে অন্যরা

২০২৫ জুলাই ০২ ২১:৫০:২১
এনবিআরের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, আতঙ্কে অন্যরা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন সদস্য এবং একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। তারা হলেন: সদস্য (কর গোয়েন্দা ও তদন্ত) মো. আলমগীর হোসেন, সদস্য (কাস্টমস নীতি) হোসেন আহমদ, সদস্য (ভ্যাট নীতি) ড. মো. আবদুর রউফ এবং আয়কর কমিশনার (চলতি দায়িত্ব) মো. শব্বির আহমদ। চাকরির বয়সকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে 'জনস্বার্থে' এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

এই পদক্ষেপ এমন এক সময়ে এল যখন এর আগের দিন মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, 'সরকারের নির্দেশনা অমান্য করে' কাস্টম হাউজ বন্ধ রাখায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ বিভিন্ন দাবিতে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা সম্প্রতি 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচিসহ টানা আন্দোলন শুরু করেছিলেন। মে মাসে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির সময় থেকে এই আন্দোলন শুরু হয়, যা পরে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে তীব্র রূপ নেয়।

এই কর্মসূচিতে সারাদেশ থেকে এনবিআরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা যোগ দেন। বাধ্যতামূলক অবসরে পাঠানো চার কর্মকর্তার মধ্যে আলমগীর হোসেন, হোসেন আহমদ ও আবদুর রউফ আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এছাড়া, কমিশনার শব্বির আহমেদকেও আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে এবং সংস্কার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করতে দেখা যায়।

এর আগে আন্দোলন দমাতে সরকার বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। দ্বিতীয় দিন রোববার এনবিআরের সেবাগুলোকে 'অত্যাবশ্যকীয়' ঘোষণা করে আন্দোলনরতদের কাজে যোগ দিতে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। একই দিনে দুর্নীতি দমন কমিশন (দুদক) আন্দোলনরত ছয় এনবিআর কর্মকর্তার 'দুর্নীতির' তথ্যানুসন্ধান শুরুর ঘোষণা দেয়। এরপর মঙ্গলবার আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধেও দুদকের অনুসন্ধানের কথা জানানো হয়।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ 'কমপ্লিট শাটডাউন' চালু থাকা অবস্থায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে অপারগতা প্রকাশ করেন। পরে পাঁচ উপদেষ্টাকে নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করার কথা জানায় সরকার। দিনভর নানা নাটকীয়তার পর ব্যবসায়ী সমিতির নেতাদের মধ্যস্থতায় এবং 'ইতিবাচক আশ্বাসের' ভিত্তিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ শাটডাউন কর্মসূচি তুলে নেয়। ওই দিন রাত থেকেই কাস্টম হাউজ খুলে দেওয়া হয় এবং সোমবার থেকে সকলে কাজে ফেরেন।

এনবিআর’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবসর, সাময়িক বরখাস্ত এবং কয়েক জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে অনুসন্ধান শুরু করার ঘটনার জেরে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মারুফ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে