ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
Sharenews24

পর্দায় নয় বাস্তবে এক দিনের জন্য প্রধানমন্ত্রী!

২০২৫ জুলাই ০২ ১৬:৩৭:৪৫
পর্দায় নয় বাস্তবে এক দিনের জন্য প্রধানমন্ত্রী!

নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদ সাময়িকভাবে স্থগিত হওয়ায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পান উপপ্রধানমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত। তবে এ দায়িত্ব তিনি পালন করবেন মাত্র এক দিন, অর্থাৎ আজ (বুধবার, ২ জুলাই) তার স্বল্পমেয়াদি প্রধানমন্ত্রীত্ব শেষ হচ্ছে।

সাময়িকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সুরিয়া ব্যাংককে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে তার কর্মদিবস শুরু করেন। অনুষ্ঠানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রতিষ্ঠার ৯৩তম বার্ষিকী উদযাপন করা হয়। তবে মজার ব্যাপার হলো—যে কার্যালয়ের ৯৩ বছর পূর্তি, তার নেতৃত্বে সুরিয়া থাকছেন না ৯৩ ঘণ্টাও।

সাংবাদিকরা তার এই সংক্ষিপ্ত মেয়াদ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সুরিয়া তা এড়িয়ে যান। তিনি শুধু জানান, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটি চূড়ান্ত কাগজে স্বাক্ষর করা, যার মাধ্যমে আগামীকাল (৩ জুলাই) নতুন প্রধানমন্ত্রীর কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন।

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত মঙ্গলবার এক আদেশে জানায়, কম্বোডিয়ার সঙ্গে কূটনৈতিক উত্তেজনার মধ্যে থাই মন্ত্রীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী পেতংতার্নের বিরুদ্ধে যথেষ্ট প্রাথমিক ভিত্তি রয়েছে। ফলে তার দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়।

বিবিসি ও থাই গণমাধ্যমের খবরে বলা হয়, পেতংতার্নের একটি ফাঁস হওয়া ফোনালাপ জনমনে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। ফোনালাপে তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে ‘চাচা’ বলে সম্বোধন করেন এবং এক থাই সামরিক কর্মকর্তার কড়া সমালোচনা করেন। এরপরই তার পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে।

এই অস্থায়ী মেয়াদ শেষে আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ফুমথাম উইচায়াচাই। ক্ষমতাসীন ফেউ থাই পার্টি জানিয়েছে, মন্ত্রিসভার পুনর্বিন্যাসে ফুমথাম নতুন সহকারী প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পাবেন, যা পদমর্যাদায় উপপ্রধানমন্ত্রীর চেয়ে উচ্চতর।

থাই রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় সুরিয়া জুংরুংরুয়াংকিত একজন অভিজ্ঞ ও কৌশলী রাজনীতিক হিসেবে পরিচিত। তিনি ক্ষমতার পালাবদলে নিজের অবস্থান দৃঢ়ভাবে ধরে রাখতে পারদর্শী বলেই তাকে অনেকে "রাজনৈতিক হাওয়ার দিক বুঝে চলা রাজনীতিক" হিসেবেও আখ্যা দিয়ে থাকেন।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে