ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভারতের নির্বাচন কমিশন কর্তৃক

একযোগে ৩৪৫ রাজনৈতিক দলের অনুমোদন বাতিল

২০২৫ জুন ২৭ ০৬:৩৪:০২
একযোগে ৩৪৫ রাজনৈতিক দলের অনুমোদন বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) ছয় বছর ধরে নিষ্ক্রিয় থাকা ৩৪৫টি নিষ্ক্রিয় রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে।

দ্য হিন্দু বৃহস্পতিবারের (২৫ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, দলগুলো ২০১৯ সালের পর থেকে আর কোনো নির্বাচনে অংশ নেয়নি। এমনকি কমিশনের অনুসন্ধানে তাদের কোনো অফিস বা সক্রিয় কার্যক্রমের অস্তিত্বও পাওয়া যায়নি। এর ফলে এসব দলের অস্তিত্ব কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ হয়ে পড়েছে বলে কমিশন জানিয়েছে।

বর্তমানে ভারতে প্রায় ২ হাজার ৮০০টি অস্বীকৃত রাজনৈতিক দল নথিভুক্ত রয়েছে। দলগুলোর বেশিরভাগই অনুমোদনের শর্ত পূরণ করতে পারেনি। এই পরিস্থিতি মোকাবিলায় নির্বাচন কমিশন পর্যায়ক্রমে এমন দলগুলোকে চিহ্নিত করে পর্যালোচনা শুরু করেছে। প্রাথমিক ধাপে এই ৩৪৫টি দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে আছে।

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এই উদ্যোগ একটি চলমান প্রক্রিয়া, এককালীন পদক্ষেপ নয়। পরবর্তী ধাপে আরও অনেক দলকে শোকজ নোটিস পাঠানো হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের (সিইও) প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে, অনুমোদন বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট দলগুলোর বক্তব্য শোনা হবে, যাতে কোনো দলের অনুমোদন অযথা বাতিল না হয়।

কমিশন আরও জানিয়েছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ভারতের রাজনৈতিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সংস্কার সাধন করা। এর মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে