ঢাকা, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
Sharenews24

দুই খাতের চাপে টেকেনি শেয়ারবাজারের বড় উত্থান

২০২৫ মে ২৯ ১৬:৫৩:০৮
দুই খাতের চাপে টেকেনি শেয়ারবাজারের বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক: টানা ছয় কার্যদিবস পতনের পর আজ বৃহস্পতিবার (২৯ মে) দেশের শেয়ারবাজারে স্বস্তির বড় ইঙ্গিত দেখা গেলেও তা দিন শেষে ধরে রাখা সম্ভব হয়নি। দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২৭ পয়েন্ট কমে যায়। তবে বড় মূলধনী কয়েকটি কোম্পানির সক্রিয় লেনদেনে বেলা সাড়ে ১২টার দিকে সূচক ঘুরে দাঁড়ায় এবং আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট বেড়ে যায়। এতে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং বাজার ঘুরে দাঁড়াচ্ছে এমন প্রত্যাশাও তৈরি হয়।

তবে দিনের শেষভাগে এই ঊর্ধ্বমুখী ধারা ধরে রাখা যায়নি। বাজার ঘুরে দাঁড়ানোর প্রধান বাধা হয়ে দাঁড়ায় ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতের নেতিবাচক পারফরম্যান্স। এই দুই খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারে বিক্রির চাপ বেড়ে যায়, যা বাজারের ওপর চাপ তৈরি করে।

ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা যায়, আজ ব্যাংক খাতে ২৫.৭১ শতাংশ কোম্পানির শেয়ারদর বাড়লেও ৪২.৮৬ শতাংশ কোম্পানির দর কমে গেছে। অপরদিকে, ইন্স্যুরেন্স খাতে মাত্র ২৪.৩৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে, বিপরীতে দর কমেছে ৫৮.৫৪ শতাংশ কোম্পানির।

বাজার বিশ্লেষকদের মতে, চলতি বছর ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতের বেশ কয়েকটি কোম্পানি বিনিয়োগকারীদের প্রত্যাশার তুলনায় কম ডিভিডেন্ড ঘোষণা করেছে। বিশেষ করে ব্যাংক খাতে এক ধরনের ‘ডিভিডেন্ড বিপর্যয়’ ঘটেছে, যা বিনিয়োগকারীদের হতাশ করেছে। ফলে বিনিয়োগকারীরা এই দুই খাত থেকে শেয়ার বিক্রি করে সরে আসার চেষ্টা করছেন, যার ফলে বাজারে বিক্রির চাপ বেড়েছে।

এমন পরিস্থিতিতে বড় মূলধনী কোম্পানিগুলোর সক্রিয় লেনদেন সূচককে কিছুটা সমর্থন দিলেও ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতের নেতিবাচক প্রবণতা সেই উত্থানকে ধরে রাখতে পারেনি। বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, এই দুই খাতের দুর্বল পারফরম্যান্স শুধু নিজ খাতেই নয়, অন্যান্য খাতের দিকেও নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে বাজারে টেকসই ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে হলে এসব খাতে আস্থা ফেরানো জরুরি হয়ে পড়েছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে