ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫
Sharenews24

রওশন এরশাদের বাড়িতে হামলা নেপথ্যে যে কারণ

২০২৫ মে ১৭ ১৮:৩৫:৩২
রওশন এরশাদের বাড়িতে হামলা নেপথ্যে যে কারণ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ নগরের টাউন হল এলাকায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির ময়মনসিংহ মহানগর শাখা তাদের ফেসবুক পেজে বিবৃতি দিয়ে জানায়, ১৫ মে ‘সুন্দর মহল’ বাড়িতে যে ভাঙচুর চালানো হয়েছে, তা তাদের কোনো কর্মসূচি ছিল না এবং মহানগর শাখার নেতারা এ বিষয়ে অবগত ছিলেন না।

বিবৃতিতে দাবি করা হয়, সংগঠনের নাম ব্যবহার করে একটি পক্ষ ওই বাড়িতে হামলা চালিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সামাজিক সহাবস্থানের পক্ষে এবং কোনো ব্যক্তিগত সম্পত্তিতে হামলার মতো অপরাজনীতির বিরুদ্ধে। সংগঠনটি স্পষ্ট করে জানায় যে, তারা এমন কর্মকাণ্ডে বিশ্বাসী নয় এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

এছাড়া, সংগঠনের মহানগর শাখার জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ওয়ালিদ আহমেদকে শোকজ করা হয়েছে। তাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ওয়ালিদ আহমেদ ও তার নেতৃত্বে একটি দল রওশন এরশাদের বাড়িতে হামলা চালায় এবং নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন কক্ষে ভাঙচুর করে। ওয়ালিদ আহমেদ দাবি করেন, তারা প্রশাসনের কাছে বারবার আবেদন জানালেও নির্মাণকাজ বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেয়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে