ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫
Sharenews24

নিরাশার মেঘ কাটিয়ে শেয়ারবাজারে আলোর ঝলক

২০২৫ মে ১৭ ১৫:১২:৫৩
নিরাশার মেঘ কাটিয়ে শেয়ারবাজারে আলোর ঝলক

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস শনিবার (১৭ মে) দেশের শেয়ারবাজারে দেখা গেছে আশাব্যঞ্জক উত্থান। টানা পতনের ধকল সামলে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ঘুরে দাঁড়িয়েছে। এই ঘুরে দাঁড়ানোর অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর আগামীকাল রোববার (১৮ মে) ডিএসই পরিদর্শনের ঘোষণা।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিদর্শনের খবর বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে। বিনিয়োগকারীদের প্রত্যাশা, তিনি ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক করে চলমান সমস্যাগুলো চিহ্নিত করবেন এবং সমাধানের জন্য প্রধান উপদেষ্টাকে বাস্তব পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেবেন। ফলে বাজার ঘুরে দাঁড়াতে পারে—এমন একটি বিশ্বাসে বিনিয়োগকারীরা আজ বাজারে সক্রিয় ছিলেন।

এই মনোভাবের প্রতিফলন দেখা গেছে লেনদেনের চিত্রে। আজ বাজারে বিক্রেতার তুলনায় ক্রেতার সংখ্যাই বেশি ছিল। বিনিয়োগকারীরা আজ শেয়ার কেনায় বেশি মনোযোগী ছিলেন, যার ফলে ডিএসইর প্রধান সূচক বেড়েছে প্রায় ৪০ পয়েন্ট। বাজারে সাধারণত এমন উত্থানের সময় কিছু বিনিয়োগকারী মুনাফা তুলে নিতে শেয়ার বিক্রি করেন, কিন্তু আজকের বাজারে তেমন সেল প্রেসার ছিল না। এ থেকে বোঝা যায়, বিনিয়োগকারীরা স্বল্পমেয়াদি নয়, বরং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিতে শেয়ার কেনায় মনোযোগ দিয়েছেন।

তবে আজকের লেনদেনে একটি লক্ষণীয় বিষয় হলো—লেনদেনের পরিমাণ ছিল আগের দিনের তুলনায় কিছুটা কম। এর মানে বাজারে চাহিদা থাকলেও সরবরাহ তুলনামূলকভাবে কম ছিল। যে ধরনের শেয়ার কেনার আগ্রহ বিনিয়োগকারীদের মধ্যে ছিল, সেই অনুযায়ী পর্যাপ্ত বিক্রেতা ছিল না। ফলে বাজারে কিছুটা ভারসাম্যহীনতা দেখা গেছে, যা ভবিষ্যতে ঘুচে যেতে পারে যদি আস্থা আরও শক্ত হয়।

গত কয়েক মাস ধরে দেশের শেয়ারবাজারে একটানা পতন চলছে। বিশেষ করে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নিয়োগের পর থেকেই প্রধান সূচক পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। বাজারের এ অবস্থার জন্য অনেকেই চেয়ারম্যানের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সরকারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না আসায় বিনিয়োগকারীদের আস্থার ঘাটতি তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে ড. আনিসুজ্জামান চৌধুরীর এই পরিদর্শন একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিনিয়োগকারীদের প্রত্যাশা, এই বৈঠক ও পরিদর্শনের মাধ্যমে নীতিনির্ধারক পর্যায়ে বাজারের প্রকৃত চিত্র উপস্থাপন করা যাবে এবং কার্যকর সমাধানের জন্য প্রয়োগযোগ্য পরামর্শ উঠে আসবে।

আজকের বাজার যে ঘুরে দাঁড়িয়েছে, তা শুধু সূচকের দিক থেকে নয়, মনস্তাত্ত্বিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এটি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটি ইঙ্গিত। আগামীকাল রোববার ড. আনিসুজ্জামান ডিএসই পরিদর্শনের পর কী বার্তা বা সিদ্ধান্ত আসে, তা এখন বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।

বাজার পর্যালোচনা- ঢাকা স্টক এক্সচেঞ্জ

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২০ পয়েন্ট। অন্য দুটি সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১৩.৯০ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৫২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৮৮ পয়েন্টে।

ডিএসইতে আজ মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে মাত্র ২৭৭টির, দর কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

টাকার অঙ্কে আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬২ কোটি ৮৬ লাখ টাকার। আগের দিন লেনদেন হয়েছিল ২৯৬ কোটি ৮৪ লাখ টাকার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

আজ সিএসইতে ৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ১১ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৪টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৮১ পয়েন্টে। আগেরদিন সিএএসপিআই কমেছিল ১৩৭.৪৬ পয়েন্ট।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে