ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫
Sharenews24

যে কারণে বাংলাদেশ বিমানবন্দরে আটকানো হয় কলকাতার অভিনেতাকে

২০২৫ মে ১৪ ০৯:৩৫:১৩
যে কারণে বাংলাদেশ বিমানবন্দরে আটকানো হয় কলকাতার অভিনেতাকে

নিজস্ব প্রতিবেদক: ওটিটি প্ল্যাটফর্মে যারা নিয়মিত চোখ রাখেন, তাদের কাছে পরিচিত নাম নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। ‘তাকদীর’ এবং ‘কারাগার’-এর মতো সফল সিরিজের পর এবার তিনি আসছেন নতুন সিরিজ ‘গুলমোহর’ নিয়ে। সিরিজটি এরইমধ্যে আলোচনার জন্ম দিয়েছে এর চমকপ্রদ কাস্টিংয়ের কারণে। কারণ এতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

সিরিজটি প্রযোজনা করছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। তাদের সৌজন্যে এক অনলাইন আড্ডায় শাশ্বতের সঙ্গে কথা বলেন সাংবাদিকরা, যেখানে উঠে আসে বাংলাদেশে তার প্রথমবারের সফরের নানা অভিজ্ঞতা।

শাশ্বত জানান, আকাশপথে বহুবার বাংলাদেশ অতিক্রম করলেও সরাসরি কখনো আসা হয়নি। এবার যখন এলেন, তখনই বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ হন। মজা করে বলেন,

“এয়ারপোর্টে দু’জন কর্মকর্তা জিজ্ঞেস করলেন, কেন এসেছেন। বললাম শ্যুটিংয়ের জন্য। শুরুতে তারা বললেন ঢুকতে দেব না, পরে বললেন – চা না খেলে বাংলাদেশে ঢুকতে দেব না!”

প্রথমবারের মতো বাংলাদেশে এসে একরকম ভালোবাসায় সিক্ত হয়েছেন বলেই জানান তিনি। পাশাপাশি তিনি স্মৃতিচারণ করেন সেই সময়ের, যখন কলকাতায় অ্যান্টেনায় বুস্টার লাগিয়ে বাংলাদেশ টেলিভিশন (BTV) দেখা যেত।

“বাংলাদেশের নাটক বরাবরই খুব ভালো লাগতো। তখন থেকেই এই দেশের কনটেন্টের সঙ্গে পরিচয়। এমনকি অনেক নাটক এখনো মনে আছে,”— বলেন শাশ্বত।

সিরিজ ‘গুলমোহর’-এর গল্প শুনেই তিনি কাজটি করতে আগ্রহী হয়ে ওঠেন। এই সিরিজের মাধ্যমেই প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।

শাওকী এর আগে ‘তাকদীর’ ও ‘কারাগার’ সিরিজে অভিনয়, গল্প এবং নির্মাণশৈলীর জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এবার ‘গুলমোহর’-এ নতুন চমক নিয়ে কতটা দর্শক হৃদয়ে জায়গা করে নিতে পারেন, সেটিই এখন দেখার অপেক্ষা।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে