ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫
Sharenews24

মমতাজের গানের পেছনের রাজনীতি ও গোপন কাহিনি প্রকাশ্যে

২০২৫ মে ১৪ ০৯:৩১:৫৫
মমতাজের গানের পেছনের রাজনীতি ও গোপন কাহিনি প্রকাশ্যে

নিজস্ব প্রতিবেদক: এক সময়ের জনপ্রিয় লোকসংগীত শিল্পী ও তিনবারের সংসদ সদস্য মমতাজ বেগম এখন গোয়েন্দা পুলিশের হেফাজতে। রাজনৈতিক মঞ্চে তার উত্থান যেমন আকর্ষণীয় ছিল, তেমনি পতনও রূপ নিচ্ছে এক রাজনৈতিক ট্র্যাজেডিতে।

মমতাজ বেগম আওয়ামী লীগের মনোনয়নে মানিকগঞ্জ-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে দাঁড়িয়ে তিনি গান গেয়েছেন শেখ হাসিনার উন্নয়ন প্রচেষ্টাকে ঘিরে, যেগুলো বিতর্কের জন্ম দিয়েছে সময় সময়ে। তার সাংগঠনিক গ্রহণযোগ্যতা ও বাস্তব উন্নয়নমূলক কাজ নিয়ে প্রশ্ন থাকলেও তিনি ছিলেন দলের আস্থাভাজন।

তবে ২০২৪ সালের শেষ প্রান্তে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গান প্রকাশ করে তিনি আবার আলোচনায় আসেন। গানটির কথায় ছিল – “আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে?” যা অনেকে রাজনৈতিক বা ব্যক্তিগত সংকটের সাংকেতিক বার্তা হিসেবে দেখেছিলেন।

১২ মে রাতে ঢাকা ধানমন্ডির একটি অভিজাত বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জানা গেছে, একাধিক হত্যা মামলার অন্যতম আসামি হিসেবেই তাকে আটক করা হয়েছে। বিশেষ করে সিঙ্গাইরে ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত চারজনের ঘটনার পর থেকেই তার বিরুদ্ধে জনঅসন্তোষ বাড়তে থাকে।

রাজনীতির বাইরেও মমতাজের ব্যক্তিজীবন ছিল বারবার আলোচনায়। তিনবার বিয়ে করা এই শিল্পীর সর্বশেষ বৈবাহিক সম্পর্ক ভেঙে পড়ে তার একান্ত সচিবের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে ওঠা গুঞ্জনের প্রেক্ষিতে। কিছু ভিডিও ও অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সেই গুঞ্জন বাস্তব রূপ নেয়। এর ফলে তিনি সাংসারিক ও সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

এক সময়ের “লোকগানের রানী” আজ বিতর্ক, মামলা ও রাজনৈতিক বিচ্ছিন্নতার এক জটিল সময়ে দাঁড়িয়ে আছেন। দেশের সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ নাম এবং জাতীয় সংসদের সদস্য হিসেবে তার এই পরিণতি নিঃসন্দেহে একটি বড় প্রশ্নচিহ্ন রেখে যায় আমাদের রাজনৈতিক এবং নৈতিক মূল্যবোধের সামনে।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে