ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
Sharenews24

যে মামলায় ধরা পড়লেন মমতাজ বেগম

২০২৫ মে ১৩ ১৩:১৮:২৯
যে মামলায় ধরা পড়লেন মমতাজ বেগম

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ সকালে তাকে মিরপুর থানায় হস্তান্তর করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারের পর মমতাজ বেগমকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একইসঙ্গে তাকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।

গত বছর ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষে নিহত হন ছাত্রনেতা সাগর হোসেন। তার পরিবার এবং আন্দোলনকারী সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, হামলায় মমতাজ বেগমের প্রত্যক্ষ উস্কানি ও সহায়তা ছিল। এ ঘটনায় মমতাজসহ একাধিক ব্যক্তি ও রাজনৈতিক নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মমতাজ আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র। তার বিরুদ্ধে একাধিক মামলার পরোয়ানা থাকলেও এতদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

মমতাজ বেগম ২০০৮ সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে প্রথম সংসদ সদস্য হন। ২০১৮ সালে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে সরাসরি নির্বাচিত হন এবং সংসদে সক্রিয় ভূমিকা রাখেন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে অংশ নিলেও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন।

পুলিশ জানায়, মমতাজ বেগমকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন জানানো হবে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে