ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫
Sharenews24

উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্ট নিয়ে যা বললেন ছাত্রশিবির

২০২৫ মে ১২ ২১:৫৫:৩৯
উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্ট নিয়ে যা বললেন ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন। সোমবার (১২ মে) রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের আয়োজিত ‘মেধাবীদের মুখোমুখি ছাত্রশিবির’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নুরুল ইসলাম বলেন,“উপদেষ্টা মাহফুজ আলম সংবিধানবিরোধী কাজ করেছেন। দায়িত্বে থাকাকালীন অবস্থায় কাউকে হুমকি দেওয়া বা ব্যক্তিগত বিরাগ থেকে মন্তব্য করা শপথ ভঙ্গের সামিল।”

তিনি আরও বলেন,“আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পরই এ ধরনের বিতর্কিত মন্তব্য করে তিনি রাজনৈতিক উদ্দেশ্যেই এমন করেছেন বলে মনে হচ্ছে। এমন মন্তব্য তার দায়িত্বশীল অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আশা করি, তিনি তার বক্তব্য প্রত্যাহার করবেন।”

মাহফুজ আলম সম্প্রতি তার একটি ফেসবুক পোস্টে যুদ্ধাপরাধ, রাজাকার ইস্যু এবং রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কিছু মন্তব্য করেন, যেগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। এসব নিয়েই প্রতিক্রিয়া জানান ছাত্রশিবির সেক্রেটারি।

নুরুল ইসলাম বলেন,“১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ বা রাজাকারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এসব অপপ্রচার করে ফ্যাসিবাদ কায়েম করেছে। এখন যারা আবার সেই কৌশল নিচ্ছে, জনগণ তা মেনে নেবে না।”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে ছাত্রশিবিরের সম্পর্কের বিষয়ে প্রশ্নে তিনি বলেন,“এনসিপি যখন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ হিসেবে কাজ করছিল, তখন তারা জানিয়েছিল তারা রাজনৈতিক সংগঠন নয়। পরবর্তীতে জুলাই আন্দোলনে কমন প্ল্যাটফর্ম হিসেবে আমরা গিয়েছিলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাত আবদুল্লাহর ডাকে ছাত্রশিবির অংশ নিয়েছে।”

তিনি বলেন,“নিরাপদ সড়ক, কোটা সংস্কার আন্দোলন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন—সব ক্ষেত্রেই ইসলামী ছাত্রশিবির সক্রিয় ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও আমাদের উপস্থিতি ছিল।”

‘কোরআন দিবস’ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মেজবাহুল করিম, মহানগর সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিসুর রহমান ও জেলা সভাপতি ফিরোজ মাহমুদ প্রমুখ।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে