ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যুদ্ধের উত্তাপে দিনের শুরুতেই বড় পতন

২০২৫ মে ০৭ ১১:৪০:৪৩
যুদ্ধের উত্তাপে দিনের শুরুতেই বড় পতন

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানে ভারতের বিমান হামলার প্রবল ধাক্কা লেগেছে আমাদের শেয়ারবাজারে। সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে পাকিস্তানে ব্যাপক হামলা চালিয়েছে ভারত। এদিকে ওই হামলার জবাবে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। এই সংঘাতের প্রভাবে বুধবার সকালে লেনদেনের শুরুতেই বড় দর পতন হয় দেশের শেয়ারবাজারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বাজার।

বুধবার মূল্যসূচকের নিম্নমুখী ধারাকে সঙ্গী করেই লেনদেন শুরু হয় শেয়ারবাজারে। বেলা যত বাড়তে থাকে সূচক ততটাই কমতে থাকে। সকাল ১০টা ১৮ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গতকালের চেয়ে ১ দশমিক ৯০ শতাংশ বা ৯৩ দশমিক ৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৫৭ দশমিক ৫৭ পয়েন্টে নেমে আসে।

তবে প্রাথমিক ধাক্কা কেটে যাওয়ার পর বাজারে কিছুটা পুনরুদ্ধার প্রক্রিয়া দেখা যায়। কিন্তু সেটি শুধুই সূচকে। ডিএসইএক্স সকালের তলানী থেকে কিছুটা উপরে ওঠে আসে। কিন্তু দর হারনো কোম্পানির সংখ্যা এই সময়ে আরও বৃদ্ধি পায়।

আজ সকাল ১০টা ৪০ মিনিটের বাজার চিত্রে দেখা যায়, ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৩৪৪টিই দর হারিয়েছে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ৮৮ দশমিক ৪৩ শতাংশ। এই সময়ে দর বেড়েছে মাত্র ১৪টির। আর দর হারিয়েছে ২১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। অন্যদিকে লেনদেনের পরিমাণ ছিল ১৬৯ কোটি ৩০ লাখ টাকা।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে