ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫
Sharenews24

বেক্সিমকোর যৌথ কোম্পানি গঠনের প্রস্তাব বাতিল

২০২৫ মে ০৬ ২৩:৩৯:১৩
বেক্সিমকোর যৌথ কোম্পানি গঠনের প্রস্তাব বাতিল

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি অংশীদারিত্বে ‘বাংলাদেশ এনার্জি ফুড লিমিটেড’ নামে একটি কোম্পানি গঠনের প্রস্তাব বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

চট্টগ্রামের বাঁশখালীতে প্রস্তাবিত কোম্পানিটি বেক্সিমকো ও মালটাভিত্তিক একটি বিদেশি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গঠিত হওয়ার কথা ছিল।

মঙ্গলবার (০৬ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

শফিকুল আলম জানান, সভায় কোম্পানিটি গঠন ও সংশ্লিষ্ট কমিটি গঠনের প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে