ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫
Sharenews24

সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএমপির বিশেষ নির্দেশনা

২০২৫ মে ০৫ ১৮:৩৮:৪৩
সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএমপির বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে ফেরাকে কেন্দ্র করে জনসমাগম ও ট্রাফিক চাপ সামলাতে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যে নির্ধারিত টোল পরিশোধ করে মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশা এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলাচলের সময় যানবাহনগুলোকে সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে চলতে হবে এবং এক্সপ্রেসওয়ের বাম পাশের সেইফ লেন ব্যবহার করতে হবে। ওভারস্পিড বা লেন পরিবর্তন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লন্ডন থেকে দেশে ফিরবেন। এ উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত তার যাত্রাপথে জনসমাগমের আশঙ্কায় ডিএমপি এই সিদ্ধান্ত নিয়েছে। জনগণকে ফুটপাথে অবস্থানের অনুরোধ জানিয়ে ডিএমপি আরও জানিয়েছে, নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে