ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫
Sharenews24

স্বাস্থ্য সংস্কার কমিশনের ৩২ দফা সুপারিশ

২০২৫ মে ০৫ ১৭:৫২:৩৪
স্বাস্থ্য সংস্কার কমিশনের ৩২ দফা সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা, নতুন আইন প্রণয়ন, রোগী দেখার সময় ১০ মিনিটে উন্নীতকরণসহ ৩২টি গুরুত্বপূর্ণ সুপারিশ জমা দিয়েছে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন।

সোমবার (৫ মে ২০২৫) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়।

বর্তমানে গড়পরতা সময়ে একজন চিকিৎসক প্রতিজন রোগীর জন্য ২-৪ মিনিট সময় দেন। কমিশন বলেছে, এমন কম সময়ে সঠিক রোগ নির্ণয় বা চিকিৎসা সম্ভব নয়। তাই প্রতিজন রোগীর জন্য কমপক্ষে ১০ মিনিট সময় নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা হবে ‘মৌলিক অধিকার’ সংবিধানে সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

এই অধিকার বাস্তবায়নে ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন’ প্রণয়নের প্রস্তাব এসেছে, যাতে রাষ্ট্রের দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারিত থাকবে।

স্বাস্থ্যখাতের জন্য ১৫টি নতুন আইন ও পুরনো আইনের সংস্কার

নতুন আইনগুলোর মধ্যে রয়েছে—

বাংলাদেশ স্বাস্থ্য কমিশন আইন

জনস্বাস্থ্য ও অবকাঠামো আইন

ওষুধের মূল্য ও প্রাপ্তি আইন

রোগী নিরাপত্তা আইন

মেডিকেল ডিভাইস ও নিরাপদ খাদ্য আইন

স্বাস্থ্য খাতের জবাবদিহি ও দক্ষতা নিশ্চিত করতে নতুন কাঠামো

স্বাধীন ‘বাংলাদেশ স্বাস্থ্য কমিশন’ গঠনের প্রস্তাব

‘বাংলাদেশ হেলথ সার্ভিস (BHS)’ নামের নতুন সিভিল সার্ভিস গঠন

স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন (স্বাস্থ্য)

সেবা সবার জন্য, দরিদ্রদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে

দেশের ২০% অতি দরিদ্র জনগণের জন্য সব হাসপাতালে বিনামূল্যে সেবা।

উপজেলা ও জেলা পর্যায়ে উন্নত চিকিৎসা সেবা চালু এবং বিভাগীয় শহরে বিশ্বমানের টারশিয়ারি হাসপাতাল স্থাপন।

সব সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা খোলা ফার্মেসি চালু রাখার প্রস্তাব, যা থাকবে জাতীয় ফার্মেসি নেটওয়ার্কের আওতায়।

এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যখাতে এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে