ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫
Sharenews24

‘হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন নাহিদ’

২০২৫ মে ০৩ ২৩:৩৪:৫৬
‘হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন নাহিদ’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (০২ মে) ঢাকা মহানগর ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দলটির নেতারা দাবি করেন, আওয়ামী লীগের বিচার ও সংস্কার ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

বক্তব্যে আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ দল আখ্যা দিয়ে বলেন, দলটির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, “নৌকা মার্কাকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সরকার বিচার করতে ব্যর্থ হলে, জনতার আদালতেই তাদের বিচার হবে।”

সমাবেশে দলটির অন্যতম শীর্ষ নেতা আলাউদ্দিন মুহাম্মদ সামাজিক মাধ্যমে নাহিদ ইসলামের বক্তব্য ও উপস্থিতির ভূয়সী প্রশংসা করে লেখেন, ‘আজকের সমাবেশে সবচেয়ে ছোট্ট বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, এক বক্তব্যে সবচেয়ে বেশি মেসেজ দিয়েছেন আখতার হোসেন আর হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম।’

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে