ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

শবনম ফারিয়ার ছবি নিয়ে নতুন বিতর্ক

২০২৫ এপ্রিল ৩০ ২০:০৯:১০
শবনম ফারিয়ার ছবি নিয়ে নতুন বিতর্ক

বিনোদন প্রতিবেদক: সম্প্রতি অভিনেত্রী শবনম ফারিয়ার নামে কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

এসব ছবির মধ্যে দুটি পোস্ট করেছেন ছাত্রলীগের সাবেক (নিষিদ্ধ) সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম, যেখানে ছবির ক্যাপশনে লেখা হয়েছে: ‘লাল ভালোবাসা আপুটির পক্ষ থেকে আইজু ভাই কই গেলেন।’

তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, এই ছবিগুলো ভুয়া এবং এগুলোতে থাকা ব্যক্তি শবনম ফারিয়া নন।

তদন্তে রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে, মূল ছবিগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত ভিন্ন এক নারীর। সেগুলোতে প্রযুক্তির সাহায্যে অভিনেত্রী শবনম ফারিয়ার মুখমণ্ডল প্রতিস্থাপন করে কৃত্রিমভাবে এসব ছবি তৈরি ও প্রচার করা হয়েছে।

এ ঘটনা প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর একটি ক্লাসিক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা এ ধরনের ডিপফেক প্রযুক্তি ব্যবহারে জনসচেতনতা ও আইনগত পদক্ষেপ জোরদারের পরামর্শ দিয়েছেন।

মহি/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে