ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
Sharenews24

তিন হাজার কোটি টাকা বিনিয়োগের ব্যাখ্যা দিলো আইসিবি

২০২৫ এপ্রিল ২৮ ১৯:১০:৫৫
তিন হাজার কোটি টাকা বিনিয়োগের ব্যাখ্যা দিলো আইসিবি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে বিনিয়োগ এবং উচ্চ সুদে নেয়া ঋণ পরিশোধে সহায়তা দেয়ার লক্ষ্যে, বাংলাদেশ ব্যাংক সরকারের প্রদত্ত রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কে ৩ হাজার কোটি টাকার তহবিল প্রদান করেছিল। সেই টাকা কিভাবে এবং কোন খাতে ব্যবহার করা হয়েছে, তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে আইসিবি।

সোমবার (২৮ এপ্রিল) আইসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে বিতরণকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে বোর্ডের দুইজন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। আইসিবি’র প্রস্তাব এবং মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ভিত্তিতে, উক্ত কমিটির তত্ত্বাবধানে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির সিকিউরিটিজে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

এছাড়া, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২ হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে ব্যবহৃত হয়েছে, যা আগে উচ্চ সুদে নেয়া হয়েছিল। এই পদক্ষেপের মাধ্যমে শেয়ারবাজারে সহায়তা প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মুয়াজ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে