ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
Sharenews24

কিউআইও থেকে মূল মার্কেটে: মামুন এগ্রোর বড় পদক্ষেপ

২০২৫ এপ্রিল ২৫ ১৫:৫৩:০৭
কিউআইও থেকে মূল মার্কেটে: মামুন এগ্রোর বড় পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে এসএমই মার্কেটে তালিকাভুক্ত হওয়া কোম্পানি মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেড এখন মূল মার্কেটে আসতে প্রস্তুত। সম্প্রতি কোম্পানির বোর্ড এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী ১৫ জুন একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানির শেয়ার এসএমই মার্কেট থেকে মূল মার্কেটে লেনদেন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে এই সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদিত হবে। সেই সাথে কোম্পানি বিএসইসি (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) থেকে অনুমোদন পেলে মূল মার্কেটে লেনদেন শুরু হবে।

কোম্পানির ইজিএম-এ শেয়ারহোল্ডারদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে কোম্পানির নাম পরিবর্তন করে মামুন অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড থেকে মামুন অ্যাগ্রো প্রোডাক্টস পিএলসি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া ইজিএম-এ ইসরাত জাহান আনিকে ১ বছরের জন্য কোম্পানির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাবও রয়েছে যা শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে পরবর্তী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদিত হবে।

কোম্পানির ইজিএম আগামী ১৫ জুন, সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য ১৮ মে তারিখকে রেকর্ড তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। রেকর্ড তারিখে যারা শেয়ারহোল্ডারদের রেজিস্টারে নাম থাকবে তারা ইজিএম-এ উপস্থিত হয়ে ভোট দিতে পারবেন।

কেএইচ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে