ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
Sharenews24

দুই উপদেষ্টার এপিএসের দুর্নীতি নিয়ে দুদকের সিদ্ধান্ত

২০২৫ এপ্রিল ২৫ ১১:২৬:৩৪
দুই উপদেষ্টার এপিএসের দুর্নীতি নিয়ে দুদকের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (ছাত্র প্রতিনিধি) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসান বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ ওঠেছে। অভিযোগ অনুযায়ী, তারা দুর্নীতির মাধ্যমে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পুনর্বাসন সহায়তা করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, তারা এ ধরনের অভিযোগের বিষয়ে আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেবে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানিয়েছেন, গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। তিনি বলেন, "আমরা যে কোনো অভিযোগকেই গুরুত্ব দিয়ে দেখি এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে সঠিক সিদ্ধান্ত নেব। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তরা কোনোভাবেই ছাড় পাবেন না।"

গত ২১ এপ্রিল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবিকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা বর্তমানে দপ্তরে কাজ করছেন না, এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে