ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
Sharenews24

ভারতের জবাবে পাকিস্তানের পাল্টা ঘোষণা

২০২৫ এপ্রিল ২৫ ০৯:১৫:৫৬
ভারতের জবাবে পাকিস্তানের পাল্টা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পহেলগামে হামলার ঘটনার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত-পাকিস্তান সীমান্তে। এরই প্রেক্ষিতে সামরিক শক্তি প্রদর্শনের পালায় নেমেছে উভয় দেশ।

হামলার পর পাকিস্তান ঘোষণা দিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে। এ উপলক্ষে করাচির উপকূলবর্তী ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোন’-এ পরীক্ষার বিজ্ঞপ্তিও জারি করেছে ইসলামাবাদ। পাকিস্তানি নৌবাহিনী জানিয়েছে ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে এই পরীক্ষা সম্পন্ন হবে।

ভারতের পক্ষেও চলছে পাল্টা প্রস্তুতি। গতকাল ভারতীয় নৌবাহিনী নিজেদের তৈরি যুদ্ধজাহাজ আইএনএস সুরাত থেকে একটি নিম্ন-উড্ডয়ন মিসাইল সফলভাবে ধ্বংসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় নৌবাহিনী ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে বলেছে এই সফল পরীক্ষার ফলে তাদের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ হয়েছে।

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণার পর বিষয়টি ঘিরে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

এদিকে কথার লড়াইতেও পিছিয়ে নেই কেউ। ভারতের সামরিক তৎপরতাকে 'শিশুসুলভ' আখ্যা দিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, "আমরা ভারতকে যোগ্য জবাব দেব, এই জবাব কম হবে না।"

এই সামরিক উত্তেজনার মধ্যেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক চরম অবনতি ঘটেছে। পারস্পরিকভাবে কূটনীতিক বহিষ্কার করেছে ভারত ও পাকিস্তান। বন্ধ হয়ে গেছে আকাশপথের চলাচলও।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তাতে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে