ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে নজিরবিহীন অস্থিরতা, সূচক ৫ হাজারের নিচে

২০২৫ এপ্রিল ২৪ ১৫:২১:১১
শেয়ারবাজারে নজিরবিহীন অস্থিরতা, সূচক ৫ হাজারের নিচে

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে বর্তমানে নজিরবিহীন অস্থিরতা বিরাজ করছে। যার ফলে ডিএসইএক্স সূচক আজ বৃহস্পতিবার ৫ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। এটি বর্তমান রাশেদ মাকসুদ কমিশনের আমলে সূচকের সর্বনিম্ন অবস্থান। আজ বিনিয়োগকারীদের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক সৃষ্টি হয়েছে, যার ফলে শেয়ার বিক্রির চাপ বেড়ে গেছে এবং বাজারে ক্রেতার অভাব দেখা দিয়েছে। কিছু কিছু কোম্পানির শেয়ার বড় বিনিয়োগকারীরা উদ্দেশ্যমূলকভাবে সেল প্রেসার দিয়ে নিচে নামিয়ে ফেলছেন বলে বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্রোকারেজ হাউজ ও প্রাতিষ্ঠানিক নেতৃবৃন্দ রাশেদ মাকসুদ কমিশনের পক্ষে মুখে মুখে অবস্থানের কথা জানালেও ভেতরে ভেতরে তারা কমিশনের বিপক্ষে কাজ করছেন বলে বিভিন্ন পর্যায়ে অভিযোগ রয়েছে। যে কারণে বাজার কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছে না।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

আজ (২৪ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ৪৯.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১৬.৫০ পয়েন্ট কমে ১ হাজার ১০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৬৭ কোটি ১৪ নাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩০০ কোটি ৬১ লাখ টাকার।

এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫২টির, কমেছে ৩০০টির এবং পরিবর্তন হয়নি ৬২টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

সিএসইতে আজ ৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪ কোটি ৪১ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ---- পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১১ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৫৪.০২ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে